নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতের অধিকাংশ বাড়িতেই পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস কানেকশন। তবে একটা সময় রান্নার গ্যাস (Cooking Gas) সিলিন্ডারের দাম যেভাবে বেড়ে গিয়েছিল তাতে নাভিশ্বাস অবস্থা হয়ে দাঁড়িয়েছিল সাধারণ মানুষদের। যদিও সম্প্রতি রান্নার গ্যাস সিলিন্ডারে কেন্দ্র সরকারের তরফ থেকে বিপুল পরিমাণে ভর্তুকি দেওয়ার ফলে সেই দাম অনেকটাই হ্রাস পেয়েছে। সাধারণ শ্রেণীর গ্যাস কানেকশনের ক্ষেত্রে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের এখন কলকাতায় দাম পড়ছে ৯২৯ টাকা। যাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন রয়েছে তাদের সিলেন্ডার প্রতি দাম পড়ছে ৬২৯ টাকা।
তবে এই দামের বাইরেও আপনি আরও ৫০ টাকা ছাড় পেতে পারেন। অর্থাৎ সরকারের তরফ থেকে দেওয়া ভর্তুকির বাইরেও মিলতে পারে ৫০ টাকা ছাড়। তবে এই ছাড় পেতে হলে নির্দিষ্ট কয়েকটি পদ্ধতি মেনে চলতে হবে এবং সেই পদ্ধতিতেই রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করতে হবে। ছাড়ের ৫০ টাকা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। কিভাবে মিলবে বাড়তি ৫০ টাকা ছাড়।
প্রথমেই বলে দেওয়া দরকার, ৫০ টাকা এই যে ছাড় দেওয়া হচ্ছে তা সীমিত সময়ের জন্য। ২ নভেম্বর থেকে এই অফার শুরু হয়েছে এবং তা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। গ্রাহকরা এমন সুযোগ পাবেন মূলত অ্যামাজন পের (Amazon Pay) দৌলতে। সমস্ত কোম্পানির রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রেই এই সুযোগ পাওয়া যাচ্ছে। অ্যামাজন মূলত কিছু ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এমন অফার দিচ্ছে।
৫০ টাকা ছাড় পাওয়ার জন্য অ্যামাজন পের মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করার পাশাপাশি গ্রাহকদের কাছে থাকতে হবে ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্ট এবং কার্ড। অ্যামাজন পের মাধ্যমে বুকিং করার পাশাপাশি ব্যাঙ্ক অফ বরোদার কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। ব্যাঙ্ক অফ বরোদা ছাড়াও যে সকল গ্রাহকদের কাছে ওয়ান কার্ড ক্রেডিট কার্ড এবং ইয়েস ব্যাঙ্কের কার্ড রয়েছে তারাও এই অফার পাবেন।
রান্নার গ্যাস বুকিং ছাড়াও এই অফার আরও বেশ কিছু ক্ষেত্রে দেওয়া হচ্ছে। সংস্থার তরফ থেকে দেওয়া শর্ত অনুযায়ী, যদি কোন গ্রাহক ৫০০ টাকার উপরে রিচার্জ অথবা অন্য কোন বিল পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রেও তিনি এই ছাড় পাবেন। তবে মনে রাখতে হবে এই অফার কেবলমাত্র সীমিত সময়ের জন্য।