নিজস্ব প্রতিবেদন : দিনদিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া রাজ্য সরকার তথা রাজ্যের বাসিন্দাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। দেখতে দেখতে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ১৪,৭২৮-এ। যেখানে পশ্চিমবঙ্গ আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের অন্যান্য রাজ্যগুলির তুলনায় অনেকটাই নিচের দিকে ছিল সেখান থেকে এখন দেশে সপ্তম স্থানে অবস্থান করছে। তবে এই সকল সংকট থাকলেও মঙ্গলবার একটি স্বস্তির খবর মিলেছে রাজ্যের বাসিন্দাদের। আর সেই স্বস্তির খবর হল রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা কমলো বিপুল পরিমাণে। অ্যাক্টিভ রোগীর সংখ্যা নেমে গেল পাঁচ হাজারের নিচে।
রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমার মূলে রয়েছে গত ১৪ই জুন থেকে পাল্লা দিয়ে বিপুল সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেরা। সেদিন থেকেই রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমতে শুরু করে। ১৪ই জুন রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ৫১৮ জন। সেদিন রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমে ১৪১ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা দাঁড়ায় ৫৫৫২ তে। এরপর থেকেই পাল্লা দিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরতে থাকেন একের পর এক মানুষ আর পাল্লা দিয়ে অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমতে থাকে। দেখতে দেখতে মঙ্গলবার রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমে দাঁড়ালো ৪৯৩০-এ।
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭০ জন, যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও কম। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩১ জন। প্রাণ হারিয়েছেন ১১ জন। রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমেছে ১৭২ জন। এদিনের রিপোর্ট অনুযায়ী রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৭২৮। মোট প্রাণ হারানোর সংখ্যা দাঁড়ালো ৫৮০।
রাজ্যের বাসিন্দাদের জন্য আরও একটি স্বস্তির খবর হলো, রাজ্যে ইতিমধ্যেই সুস্থতার হার ৬০% ছাড়িয়ে গেছে। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৬২.৫৮%। আর এই সকল পরিসংখ্যান রাজ্যের বাসিন্দাদের সংকটের মাঝেই দিচ্ছে স্বস্তি।