টানা তিনদিনের রেকর্ডে স্বস্তি ফিরলো বাংলায়, সুস্থতার হার টপকে গেল ৫০%

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে দিনদিন করোনা সংক্রমণ বৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছিল রাজ্য সরকার থেকে রাজ্যের বাসিন্দারা। মাথায় চিন্তার ভাঁজ পড়েছিল পাল্লা দিয়ে। তবে এবার সেই চিন্তার ভাঁজ দূর হলো গত তিনদিনের রেকর্ডে। গত তিনদিনে রেকর্ডসংখ্যক করোনা সংক্রামিত রাজ্যের বাসিন্দারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আর এই বিপুল সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেরার ফলে রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার এক ধাক্কায় পেরোলো ৫০%। এযেন রাতারাতি স্বস্তি ফিরল বাংলায়।

Advertisements

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাজ্যে মোট করোনা সংক্রমণের সংখ্যা ১১,৯০৯। সংখ্যাটা অনেক বেশি হলেও লক্ষণীয় বিষয় ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০২৮ জন। আর প্রাণ হারিয়েছেন ৪৯৫ জন। সংক্রমণের সংখ্যা ১২ হাজার ছুঁতে গেলেও সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যা বাদ দিলে বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা হল ৫৩৮৬। আর এই অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমেছে সবথেকে বেশি গত তিনদিনে।

Advertisements

তিনদিনের রেকর্ড সংখ্যক সুস্থ হয়ে বাড়ি ফেরার ধারাবাহিকতা

রাজ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যায় প্রথম রেকর্ড তৈরি হয় রবিবার অর্থাৎ ১৪ ই জুন। সেদিনের রিপোর্ট অনুযায়ী ২৪ ঘন্টায় রাজ্যে ৫১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। সেদিন সুস্থতার হার পৌঁছায় ৪৫.৬৩ শতাংশে।

ঠিক তার পরের দিন অর্থাৎ ১৫ ই জুন সোমবার যে রিপোর্ট পেশ করা হয় তাতে দেখা যায় ২৪ ঘন্টায় রাজ্যে ৪৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। রবিবার ও সোমবার পরপর দুদিনে এই বিপুল সংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার ফলে সুস্থতার হার পৌঁছায় ৪৭.৭৯ শতাংশে।

আর ১৬ ই জুন অর্থাৎ মঙ্গলবারের রিপোর্টে দেখা গিয়েছে গত ২৪ ঘন্টায় ৫৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই সংখ্যাটা আপাতত সর্বকালের রেকর্ড। আর এদিনের পর রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার ৫০% পার করে পৌঁছায় ৫০.৬১ শতাংশে।

টানা তিনদিন বিপুল সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৪১৫ জন। আর নতুন করে প্রাণ হারিয়েছেন ১০ জন। বর্তমানে নতুন করে সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতা একই রকম থাকলেও সেই ধারাবাহিকতাকে টানা তিনদিন ছাপিয়ে দিয়েছে সুস্থতার সংখ্যা। আর এই সুস্থ হয়ে ওঠার সংখ্যা দেখেই রাজ্যের কোটি কোটি মানুষ আশার আলো দেখছেন।

Advertisements