Advertisements

Train Ticket Fare Decrease: জুলাই থেকে পকেট ভরবে যাত্রীদের, একলাফে তিনগুণ কমছে ৫৬৩ ট্রেনের টিকিটের দাম

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ট্রেনের উপর ভরসা করে প্রতিদিন যাতায়াত করে থাকেন দেশের প্রায় দু’কোটি মানুষ। ট্রেনে যাতায়াতকারী এই সকল প্রত্যেক যাত্রীদের ভারতীয় রেলের (Indian Railways) নিয়ম অনুযায়ী নিজেদের কাছে বৈধ টিকিট রাখতে হয়। তবে বিভিন্ন সময় ট্রেনের টিকিটের দাম নিয়ে যাত্রীদের নানান অভিযোগ তুলতে দেখা যায়। বহু ক্ষেত্রেই যাত্রীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার নড়েচড়ে বসল রেল।

Advertisements

দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে বিভিন্ন ট্রেনের টিকিটে বেশি দাম নেওয়া হচ্ছে, এমনই অভিযোগ বারবার তুলতে দেখা যাচ্ছে যাত্রীদের। আর এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার নড়েচড়ে বসল রেল বোর্ড এবং তারই পরিপ্রেক্ষিতে ট্রেনের টিকিটের দাম তিনগুণ কমানোর (Train Ticket Fare Decrease) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশ জুড়ে ৫৬৩ টি ট্রেনের টিকিটের দাম তিনগুণ কমানো হবে বলে জানানো হয়েছে।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে ট্রেনের টিকিটের দাম তিনগুণ কমানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কার্যকর হতে চলেছে আগামী ১ জুলাই ২০২৪ থেকে। রেলের এই সিদ্ধান্তের ফলে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ যাত্রীদের পকেট ভরবে, কেননা আগের তুলনায় খরচ অনেক কম করতে হবে। রেলের তরফ থেকে মূলত সেই সকল ট্রেনগুলির ভাড়া তিনগুণ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলি করোনাকালে বাড়ানো হয়েছিল।

Advertisements

আরও পড়ুন ? Unknown Facts of Trains: ট্রেনটি এক্সপ্রেস না সুপারফাস্ট! বলে দেয় ট্রেনের গায়ে থাকা ৫ ডিজিটের এই নম্বর!

২০২০ সালে দেশজুড়ে করোনা ছড়িয়ে পড়ার পর রেল পরিষেবা পুরোপুরিভাবে স্তব্ধ করে দেওয়া হয়েছিল এবং তারপর যে সকল ট্রেন চালু করা হয়েছিল সেগুলিতে স্পেশাল তকমা লাগানো হয়েছিল। এই সকল বহু লোকাল ট্রেনের ভাড়া নূন্যতম ৩০ টাকা করেছিল রেল। অথচ তার আগে এই সকল ট্রেনের ন্যূনতম টিকিটের ভাড়া ছিল ১০ টাকা। এবার ওই সকল ৫৬৩ টি লোকাল ট্রেনের ন্যূনতম ভাড়া ফের ৩০ টাকা থেকে কমিয়ে করা হচ্ছে ১০ টাকা।

যদিও রেলের তরফ থেকে এই ধরনের ট্রেনের টিকিটের ভাড়া গত ফেব্রুয়ারি মাস থেকে কমানো শুরু করা হয়েছে। আর এবার সেই গতি অনেকটাই বাড়ানো হয়েছে। সম্প্রতি রেলের তরফ থেকে আম্বালা, দিল্লি, ফিরোজপুর, লখনউ এবং মোরাদাবাদ এই সকল ডিভিশনের ৫৬৩টি লোকাল ট্রেনের ভাড়া ৩০ টাকা থেকে কমিয়ে ১০ টাকায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এই সকল ট্রেনের নম্বর পরিবর্তিত হবে বলে জানানো হয়েছে, সেক্ষেত্রে নম্বরে আগে থাকার ০ ডিজিটটি তুলে দেওয়া হবে।

Advertisements