রাজ্যের করোনা পরিস্থিতি ফের উদ্বেগজনক, বাড়ছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দুদিন আগে পর্যন্ত রাজ্যের করোনা পরিস্থিতি যে দিকে এগোচ্ছিল তাতে বেশ কিছুটা আশার আলো চোখে পড়ছিল রাজ্য সরকার থেকে রাজ্যবাসীদের। তবে গত শনিবার থেকে ফের পাঁচশোর বেশি করে বাড়ছে রোগীর সংখ্যা। দিন কয়েক রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও ফের উদ্বেগজনক পরিস্থিতির দিকে এগোচ্ছে রাজ্য। রবিবার রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে সংক্রমণের সংখ্যা পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

Advertisements

Advertisements

ইতিমধ্যেই রাজ্যের মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছে গেছে ১৭ হাজার ২৮৩ তে। তবে সুস্থ হয়ে ওঠার হার বেশি থাকায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা বর্তমানে ৫৪৫১। কিন্তু গত সপ্তাহে পর পর বিপুল পরিমাণে রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬ হাজারের কাছাকাছি থেকে কমে দাঁড়িয়েছিল ৫ হাজারের নিচে। কিন্তু গত দুদিনে পাঁচশোর বেশি করে রোগীর সংখ্যা বাড়ায় অ্যাক্টিভ রোগীর সংখ্যাটা আবার বেড়ে দাঁড়াল ৫৪৫১-এ। আবার নতুন করে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে রাজ্যের বাসিন্দাদের।

Advertisements

২৮ শে জুনের রাজ্য স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে রোগীর সংখ্যা বেড়েছে ৫৭২ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০৪ জন, প্রাণ হারিয়েছেন ১০ জন। যার পরে রাজ্যের মোট সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ২৮৩, মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ১৯৩, মৃতের সংখ্যা ৬৩৯। ফলত গত ২৪ ঘন্টায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়েছে ১৫৮ জন। যার পরেই অ্যাক্টিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৪৫১।

Advertisements