নিজস্ব প্রতিবেদন : সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে যানবাহনের সংখ্যা। প্রতিদিন হাজার হাজার নতুন যানবাহন নামছে রাস্তায়। তবে এই যানবাহন চালানোর ক্ষেত্রে সবথেকে জরুরি হলো কাগজপত্র ঠিক রাখা। কাগজপত্র ঠিক রাখার ক্ষেত্রে আবার ছুটে যেতে হয় RTO অফিস। সেখানে যাওয়া মানেই হলো হাজার ঝামেলা পোহানো।
তবে এবার এই সকল ঝামেলা থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য এসে গেছে অনলাইন পদ্ধতি। নতুন এই পদ্ধতি আসার ফলে এখন আর RTO অফিস যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসেই গাড়ির কাগজপত্র সংক্রান্ত ৫৮ টি কাজ করে নেওয়া যেতে পারে। সম্প্রতি এমনি ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের তরফ থেকে।
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের তরফ থেকে সম্প্রতি টুইট করে জানানো হয়েছে, আগে অনলাইনে যেখানে ১৮টি পরিষেবা পাওয়া যেত সেই জায়গায় এখন এই পরিষেবার সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৫৮। কি কি পরিষেবা অনলাইনে পাওয়া যাবে তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে মন্ত্রণালয়ের তরফ থেকে। এই সকল পরিষেবা পাওয়া যাবে Parivahan.gov.in ওয়েবসাইটে।
লার্নার লাইসেন্সের আবেদন, লার্নার লাইসেন্সের ঠিকানা পরিবর্তন, লার্নার লাইসেন্সের নাম পরিবর্তন, লার্নার লাইসেন্সের ছবি অথবা সই পরিবর্তন, ডুপলিকেট লাইসেন্স ইস্যু, ড্রাইভিং লাইসেন্সের নবায়ন, ড্রাইভিং লাইসেন্স প্রতিস্থাপন, স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের জন্য আবেদন এবং ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা, ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা পরিবর্তন, ড্রাইভিং লাইসেন্সের নাম পরিবর্তন, ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক পরিবর্তন।
MoRTH has issued a notification increasing 18 citizen-centric services to 58 services related to driving license, conductor license, vehicle registration, permit, transfer of ownership etc, completely online, eliminating the need to visit the RTO. pic.twitter.com/PCgw7XvYEo
— MORTHINDIA (@MORTHIndia) September 17, 2022
এছাড়াও ড্রাইভিং লাইসেন্সের জন্ম, তারিখ, ছবি, স্বাক্ষর, এক্সট্রাক্ট প্রভিশনিং। আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স পারমিট ইস্যু, বিপদজনক উপাদান ড্রাইভ করার অনুমোদন, পার্বত্য অঞ্চলে গাড়ি চালানোর অনুমোদন, প্রতিরক্ষার জন্য ড্রাইভিং লাইসেন্স ইস্যু ইত্যাদি সহ বিভিন্ন ধরনের পারমিট এবং মোবাইল নম্বর আপডেট থেকে শুরু করে ডুপ্লিকেট ফিটনেস সার্টিফিকেট ইস্যু ইত্যাদি ৫৮ টি কাজ করা যাবে।