নিজস্ব প্রতিবেদন : 4G ব্যবহার করতে করতে এখন ব্যবহারকারীরা আরও গতিসম্পন্ন ইন্টারনেটের খোঁজে রয়েছেন। এমত অবস্থায় বছরের শেষেই মিলল সুখবর। জানা যাচ্ছে অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন বছরেই কলকাতা সহ দেশের ১৩টি শহরে চালু হচ্ছে 5G পরিষেবা।
২০২২ সালেই দেশের ১৩টি মেট্রো শহরে চালু হবে এই 5G পরিষেবা। 5G পরিষেবা চালু হওয়ার এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া বইছে প্রযুক্তি মহলে, পাশাপাশি ব্যবহারকারীরাও আকুল আগ্রহে বসে রয়েছেন শুভক্ষণের জন্য। কারণ এই পরিষেবা চালু হলে স্বাভাবিকভাবেই বদলে যাবে স্মার্টফোন ব্যবহারের চেহারা।
সর্বভারতীয় একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী জানা গিয়েছে কোন কোন শহরে প্রথম চালু হতে চলেছে এই 5G পরিষেবা। জানা যাচ্ছে এই 5G পরিষেবা খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে কলকাতা, মুম্বই, দিল্লি, গুরুগ্রাম, পুণে, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, লখনউ, হায়দরাবাদ, জামনগর, আহমেদাবাদ, গান্ধীনগরে। ইতিমধ্যেই এই শহরগুলিতে ট্রায়াল সাইট স্থাপিত হয়ে গিয়েছে।
অন্যদিকে এটাও জানা যাচ্ছে, এই সকল শহরগুলিতে কেবলমাত্র একটি টেলিকম সংস্থার 5G পরিষেবা চালু করবে এমনটা নয়। একসঙ্গে তিনটি বেসরকারি টেলিকম সংস্থা জিও, এয়ারটেল ও ভোডাফোন স্থানবিশেষে তাদের 5G পরিষেবা চালু করতে চলেছে। পাশাপাশি কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ২২৪ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হচ্ছে এবছরের ৩১ ডিসেম্বর।
কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, গত ৩ বছর ধরে ৮টি এজেন্সি লাগাতার কাজ করে চলেছে 5G পরিষেবা চালু করার জন্য। এই সকল এজেন্সির মধ্যে উল্লেখযোগ্য হলো আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইটি কানপুর। এই নতুন প্রযুক্তির ইন্টারনেট পরিষেবা চালু হলে ইন্টারনেটের গতি ১০ গুণ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। তবে এই পরিষেবা চালু হওয়ার আগে নিলাম হবে স্পেকট্রামের। যদিও সেই স্পেক্টর নিলামের দিনক্ষণ এখনো জানানো হয়নি।