নিজস্ব প্রতিবেদন : বিশ্বের বেশিরভাগ জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি চলতি বছরের শুরু থেকেই স্মার্টফোনের ক্ষেত্রে 5G পরিষেবা সংযুক্ত করা শুরু করে দিয়েছে। পাশাপাশি 5G নিয়ে চতুর্দিকে চাওর হচ্ছে। যার পড়ে সাধারণ মানুষদের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, কবে আসবে 5G? আর এই প্রশ্নের উত্তর পেতে হয়তো আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। ভারতে 5G পরিষেবার ট্রায়াল চালু হওয়ার সম্ভাব্য দিনক্ষণ সামনে এলো।
ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DOT) এর তরফ থেকে জানানো হয়েছে খুব দ্রুত 5G পরিষেবার ট্রায়াল শুরু করা হবে ভারতে। অন্যদিকে Telecomtalk এর প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, আগামী দু-তিন মাসের মধ্যেই ভারতে 5G পরিষেবার ফিল্ড ট্রায়াল শুরু করে দেবে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের কাছে এই পরিষেবার রূপরেখা জানতে চাওয়া হয়েছে।
অন্যদিকে আবার ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, আগামী মে মাস নাগাদ ভারতে 5G পরিষেবার ট্রায়াল শুরু করে দেবে ভারত সরকার। দিন কয়েক আগেই কেন্দ্র সরকারের তরফ থেকে ভারতে 5G পরিষেবা শুরু করার ক্ষেত্রে বিলম্ব হওয়ার কারণে অসন্তোষ প্রকাশ করা হয়। কারণ এই পরিষেবা শুরু হওয়ার পর সাধারণ মানুষ যতটা লাভবান হবেন তার থেকেও বেশি প্রভাব পড়বে শিল্প এবং নগরোন্নয়নে। কেন্দ্র সরকারের স্মার্ট সিটি গড়ার প্রকল্প সহায়তা করবে এই নেটওয়ার্ক।
ইতিমধ্যেই 5G পরিষেবার ট্রায়াল শুরু করার পরিপেক্ষিতে দেশী এবং বিদেশী ১৬টি সংস্থার আবেদন জমা পড়েছে কেন্দ্র সরকারের কাছে। অন্যদিকে Airtel ইতিমধ্যেই 5G পরিষেবার ট্রায়াল করে ফেলেছে। আবার ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা Jio ঘোষণা করেছে ২০২১ সালের মাঝামাঝি সময়ে তারা গ্রাহকদের জন্য 5G পরিষেবা নিয়ে আসবে।