আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৬ জেলায়

নিজস্ব প্রতিবেদন : বর্ষা বিদায় নিয়েছে, বিদায় নিয়েও যেন হাল ছাড়েনি। শীতও আসতে অনেক দেরি। দিনের বেলায় চাঁদিফাটা গরম আর সন্ধ্যা হলেই তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে। আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় বাড়ছে রোগের উপদ্রব।

দিনভর ভ্যাপসা গরমের মাঝে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৬ জেলায় হতে পারে বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টি হতে পারে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, পূবালী হাওয়ার দরুন বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে, যা থেকে এই বৃষ্টির সম্ভাবনা।

একই সঙ্গে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, জলীয় বাষ্পের কারণে বাতাসে আদ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।