নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ দশকের পর দশক ধরে ভারতে একপ্রকার একচ্ছত্র রাজত্ব করার পর অবশেষে ধীরে ধীরে তার অবসান। কংগ্রেস আজ ক্ষয়িষ্ণু। দেখতে দেখতে এমনও একাধিক রাজ্য রয়েছে যেখানে তাদের আর অস্তিত্ব খুঁজে পাওয়াই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গ, যেখানে সদ্যসমাপ্ত হওয়া বিধানসভা নির্বাচনে খালি হাতেই ফিরতে হয় তাদের।
কিন্তু কেন? সাবেক এই কংগ্রেস দল এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই সঙ্কটে ভুগছে। কারণ তাদের দল ত্যাগ করা ছয় ছয় জনই বর্তমানে ৬ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ সামলাচ্ছেন। অন্যদিকে এই বৃহৎ ভারতবর্ষে মাত্র তিনটি রাজ্য সামলাচ্ছেন কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা।
কংগ্রেস ত্যাগ করে যে ৬ জন দেশের ৬ রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করছেন তারা হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি, অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং পুদুচেরির মুখ্যমন্ত্রীর রঙ্গস্বামী। এদের মধ্যে চারজন মমতা বন্দ্যোপাধ্যায়, জগন্মোহন রেড্ডি, পেমা খান্ডু এবং এন বীরেন সিং আগেই ছিলেন। তবে এই তালিকায় সদ্য নাম লিখিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা এবং রঙ্গস্বামী।
[aaroporuntag]
আর যারা এই কংগ্রেস ত্যাগ করে মুখ্যমন্ত্রীর পদে বসেছেন তাদের বেশ কয়েকজনকে নতুন দল গঠন করতে দেখা গিয়েছে অথবা নাম লেখাতে দেখা গিয়েছে বিজেপিতে। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস মাত্র তিনটি রাজ্যে নিজেদের মুখ্যমন্ত্রী রাখতে সক্ষম। যেগুলি হল পাঞ্জাব ছত্তিশগড় এবং রাজস্থান।