জুতোর ভিতর ৬ ফুটের বিষধর গোখরো, ভিডিও না দেখলে বিশ্বাস হবে না

নিজস্ব প্রতিবেদন : বর্ষার সময় মাঠ ঘাটের গর্ত জলে ডুবে যাওয়ার কারণে সাপ সহ বিভিন্ন প্রাণীরা তাদের বাসস্থান ত্যাগ করে। এই সময় ইঁদুরের গর্ত থেকে ইঁদুর বেরিয়ে আসার কারণে খাবারের সন্ধানে সেই সকল সাপ লোকালয়ে পৌছে যায়। লোকালয়ে পৌঁছে যাওয়ার সেই সকল সাপ বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে যদি সতর্ক না হন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। বর্তমানে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে এই ধরনের নানান ভিডিও ভাইরাল হতে দেখা যায়। ঠিক সেই রকমই ভাইরাল হওয়ার একটি ভিডিওতে দেখা গিয়েছে কিভাবে জুতোর ভিতর ঢুকে বসে রয়েছে একটি বিষধর সাপ।

জুতোর ভিতর যেভাবে ওই সাপটি ঢুকে বসেছিল তাতে কেউ টেরই পাবে না যে জুতোর মধ্যে কোন সাপ ঢুকে রয়েছে! সত্যি বলতে ভিডিওটি না দেখলে এমন ঘটনা বিশ্বাস নাও হতে পারে। তবে ভাইরাল হওয়া এই ভিডিও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, জুতো পরার আগে কতটা সতর্কতা অবলম্বন করা দরকার।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, র‍্যাকের উপর রাখা রয়েছে কয়েক জোড়া জুতো। এরই মধ্যে একটি জুতোর ভিতর কুণ্ডলী পাকিয়ে ঢুকে বসে ছিল একটি গোখরো সাপ। জুতোর একেবারে ভিতরের দিকে এমন ভাবে ওই সাপটি কুন্ডলী পাকিয়ে ঢুকে ছিল যে তা কারোর পক্ষে বোঝা প্রায় অসম্ভব। কেউ যদি ওই জুতো না দেখেই পরে নিতেন তাহলে সাক্ষাৎ মৃত্যুর মুখে পড়তে পারতেন।

যদিও কুণ্ডলী পাকিয়ে ওই গোখরো সাপটি জুতোর মধ্যে ঢুকে রয়েছে তা বুঝতে পেরে খবর দেওয়া হয় স্নেক ক্যাচারকে। সেই স্নেক ক্যাচার এসে যখনই জুতোর ভিতর খোঁচা দেন তখনই ওই সাপটি একেবারে বিশাল ফনা তুলে দাঁড়িয়ে পড়ে। এরপর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় ওই স্নেক ক্যাচার সাপটিকে বাগে নিয়ে আসেন।