নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক ধরনের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ভাইরাল হওয়া ছবি ও ভিডিওগুলি মানুষকে আনন্দ দিয়ে থাকে। এই সব ভাইরাল হওয়া ছবি ও ভিডিওগুলি মানসিকভাবে চাপে থাকা, কাজের মধ্যে ব্যস্ত থাকা মানুষের মন অন্য দিকে ঘুরিয়ে দেয় মুহূর্তের মধ্যেই। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেটি ভাইরাল হওয়ার পরই বিতর্কের সৃষ্টি হয়েছে।
ভিডিওটি করা হয়েছে আমেরিকার উটার পাওয়ার লেকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ছয় মাসের একটি ছোট্ট বাচ্চা জলে স্কিইং করছে। বাচ্চাটির বয়স ছয় মাস পূর্ণ হওয়ার উপলক্ষেই শিশুটির বাবা-মা তাকে নিয়ে লেকে গিয়েছিলেন। আর তারপর সেখানেই স্কিইং করানো হয়েছে বাচ্চাটিকে। বাচ্চাটি স্ক্রিইং করার সেই ভিডিও বাচ্চাটির বাবা-মা ক্যাসে ও মিন্ডি হামফ্রে নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করেন।
বাচ্চার স্কিইং করার ভিডিওটি
দেখলে বোঝা যাচ্ছে যে, বাচ্চাটি যে কী করছে তা সম্পর্কে তার কোনো ধারনাই নেই, তার চোখে-মুখে সেরকম কোন উত্তেজনা নেই। বিষয়টি যে ঠিক কী হচ্ছে তা সে বুঝতেই পারছেনা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ছয় মাসের বাচ্চাটিকে কাঠের পাটাতনের উপর দাঁড় করিয়ে রাখা হয়েছে। পাশের নৌকায় তার বাবাও রয়েছেন। কাঠের পাটাতন ধরে বাচ্চাটি তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে জলের মাঝখান দিয়ে।
ভিডিওটি দেখার পরে অনেকেই বাচ্চাটির বাবা-মার উদ্দেশ্যে নানা রকম কথা বলেছেন। অনেকেই বলেছেন যে এইটুকু বয়সে শিশুটিকে দিয়ে এরকম বিপদজনক কাজ করানো উচিত হয়নি।
আবার কেউ কেউ বাবা-মার পক্ষ নিয়েও কথা বলেছেন। কেউ কেউ বলেছেন বাচ্চাটির নিরাপত্তার দিক মাথায় রেখেই কাজটি করা হয়েছিলো।