গনদেবতা এক্সপ্রেস সহ আরও ৩ জোড়া ট্রেন, রইলো তালিকা ও সময়সূচি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ধীরে ধীরে রাজ্যের ট্রেন পরিষেবা স্বাভাবিকের পথে। প্রথম দফায় শহরতলী এলাকায় লোকাল ট্রেন পরিষেবা চালু করে ভারতীয় রেল সেই বার্তা দেয়। যার পরেই ধীরে ধীরে স্বাভাবিকের পথে আন্তঃজেলা ট্রেন পরিষেবা। করোনাকালে সাধারণ যাত্রীরা ভীতি ভুলে এখন স্বাভাবিক জীবনযাপনের পথে। যে কারণে ট্রেনের চাহিদা বেড়েই চলেছে দিন দিন। আর এই চাহিদার কথা মাথায় রেখে রেল বোর্ডের তরফ থেকে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে।

Advertisements

Advertisements

গত বৃহস্পতিবার রেল বোর্ডের তরফ থেকে আন্তঃজেলা ট্রেন পরিষেবা বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, শান্তিনিকেতন এক্সপ্রেস, মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস এবং আসানসোলের সাথে হাওড়া যোগাযোগের জন্য আরও একটি স্পেশাল ট্রেনের পরিষেবা চালু করার ঘোষণা করে। এরপর আবার শুক্রবার গণদেবতা এক্সপ্রেস সহ আরও ৩ জোড়া স্পেশাল ট্রেন পুনরায় চালু করা হচ্ছে তার বিজ্ঞপ্তি জারি করা হয়। নতুন করে পরিষেবা শুরু হতে যাওয়া ট্রেন ৩ জোড়া হলো হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস, কলকাতা-লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস এবং কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস।

Advertisements

সময়সূচী :

০৩০১৭/০৩০১৮ হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল : হাওড়া থেকে ছাড়বে প্রতিদিন সকাল ৬:০৫ মিনিটে। আজিমগঞ্জ পৌঁছাবে দুপুর ১২ টায়। আজিমগঞ্জ থেকে দুপুর ৩:৪০ মিনিটে ছেড়ে আসবে এবং হাওড়া পৌঁছাবে ৯:৪৬ মিনিটে। আগামী ১৩ই ডিসেম্বর থেকে এই ট্রেন পরিষেবা চালু হচ্ছে।

০৩১১৩/০৩১১৪ কলকাতা-লালগোলা সোশ্যাল : কলকাতা থেকে ছাড়বে সকাল ৬:৪৫ মিনিটে এবং লালগোলা পৌঁছাবে দুপুর ১১:২৫ মিনিটে। লালগোলা থেকে ছাড়বে বিকাল ৪:৩৫ মিনিটে এবং কলকাতা পৌঁছাবে রাত ৯:৪০ মিনিটে। আগামী ৮ ডিসেম্বর থেকে এই ট্রেন পুনরায় চলতে শুরু করবে।

০৩১৬১/০৩১৬২ কলকাতা-বালুরঘাট স্পেশাল : কলকাতা থেকে ছাড়বে দুপুর ১২:৫৫ মিনিটে এবং বালুরঘাট পৌঁছাবে রাত ১০:১৫ মিনিটে। বালুরঘাট থেকে ছাড়বে ভোর ৫:৪৫ মিনিটে এবং কলকাতা পৌঁছাবে দুপুর ২:২০ মিনিটে। আগামী ৮ ডিসেম্বর থেকে এই ট্রেনের পরিষেবা পুনরায় চালু হতে চলেছে।

Advertisements