নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে রেল পরিষেবা হল গণপরিবহনের মেরুদন্ড। প্রতিদিন রেল পরিষেবার ওপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। রেলের এই ব্যাপক চাহিদা সারা বছর থাকার পাশাপাশি উৎসবের মরশুমে চাহিদা আরও বেড়ে যায়। যে কারণে রেলের তরফ থেকে উৎসবের মরশুমে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়।
দুর্গা পুজো, লক্ষ্মীপূজো, কালীপুজো, ছট পুজো কেটে গেলেও এখনো কিন্তু শেষ হয়নি উৎসবের মরশুম। কারণ এবার রয়েছে জগদ্ধাত্রী পুজো। রাজ্যের বিভিন্ন জায়গায় জগদ্ধাত্রী পুজো হলেও জগদ্ধাত্রী পুজোর রমরমা চন্দননগরে। এখানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রকৃত আলোর উৎসব দেখা যায়। সেই আলোর টানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষকে ছুটে আসতেও দেখা যায়।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে আসা অধিকাংশ মানুষ ট্রেনের উপর নির্ভর করে যাতায়াত করেন। ফলে রেলের উপর আলাদা চাপ পড়বে। এই কথা মাথায় রেখেই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বাড়তি এই ট্রেন চলবে হাওড়া শাখায়।
পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছে, ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ৬ জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে। হাওড়া থেকে ব্যান্ডেল শাখার মধ্যে চলবে ৫ জোড়া ও হাওড়া-বর্ধমান শাখায় এক জোড়া বাড়তি ট্রেন চলবে। চন্দননগর ছাড়াও রিষড়া, উত্তরপাড়া, মানকুণ্ডু, ব্যান্ডেল-সহ পাশাপাশি এলাকাগুলিতে জগদ্ধাত্রী পুজোর জৌলুসের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চন্দননগরে ‘জগদ্ধাত্রী পূজা' উপলক্ষে ইএমইউ স্পেশাল ট্রেন pic.twitter.com/qkxnkx5bz5
— Eastern Railway (@EasternRailway) October 30, 2022
পূর্ব রেলের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত হাওড়া-ব্যান্ডেল আপ লাইনে বিকেল ৫:২০ মিনিট, সন্ধ্যা ৭:৫৫ মিনিট, রাত ৮:৩৫ মিনিটে, রাত ১১:৩০ টা ও রাত সাড়ে ১২ টায় অতিরিক্ত পাঁচটি ট্রেন চলবে। ট্রেনগুলি ব্যান্ডেল স্টেশনে পৌঁছবে যথাক্রমে সন্ধ্যা ৬:২৫ মিনিট, রাত ৯ টা, রাত ৯:৪০ মিনিটে, রাত ১২:৩০ টায় এবং রাত ১:২৫ মিনিটে। হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত অতিরিক্ত একটি ট্রেন চলবে রাত ১:১৫ মিনিটে। তা বর্ধমান পৌঁছাবে রাত ৩:৫০ মিনিটে।