Advertisements

Kedarnath Helicopter Accident: বন বন করে পাক খেয়ে মুখ থুবড়ে পড়ল হেলিকপ্টার! কেদারনাথে ঘটল বিপত্তি

Prosun Kanti Das

Published on:

6 people face helicopter accident while visiting Kedarnath: কেদারনাথ যাওয়ার পথেই বিপত্তি ঘটে হেলিকপ্টারে। কেদারনাথ হেলিপাডে ল্যান্ড করতে গিয়েই তৈরি হয় সমস্যা। যে কারণে ১০০ মিটার দূরেই জরুরী ল্যান্ডিং করা হয় সেই হেলিকপ্টারের। বন বন করে পাক খেতে খেতে পাহাড়ি এলাকায় ধাক্কা লেগে দাঁড়িয়ে যায় হেলিকপ্টার (Kedarnath Helicopter Accident)। প্রকাশ্যে এসেছে ভিডিও। কেমন আছেন হেলিকপ্টারের যাত্রীরা? ঘটনাটি কি ঘটেছিল?

Advertisements

প্রসঙ্গত, ১০ই মে থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা। খুলে গিয়েছে কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ মন্দিরের দরজা। মন্দিরের দরজা খুলতেই উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে কেদারনাথ-বদ্রীনাথে। যে কারণে আগামী ৩১শে মে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে ভিআইপি দর্শন। ঋষিকেশ ও হরিদ্বারেও অফলাইন রেজিস্ট্রেশন বন্ধ রাখা হয়েছে। আর সেই কেদারনাথ দর্শনেই ৬ ব্যক্তির সাথে ঘটে মহা বিপদ।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে কেদারনাথ হেলিপ্যাডের ঘটে যাওয়া ঘটনা ফুঁটে ওঠে। ভিডিওটিতে দেখা যায় কেদারনাথ হেলিপ্যাডে একটি হেলিকপ্টার ল্যান্ডফল (Kedarnath Helicopter Accident) করছে। সেই হেলিকপ্টারে বেশ কয়েকজন ব্যক্তি দাঁড়িয়েও রয়েছে। ল্যান্ডফল করার সময়েই হঠাৎ করে দুলতে দেখা যায় হেলিকপ্টারটিকে। তারপরেই বন বন করে পাক খেতে থাকে হেলিকপ্টারের কপ্টারটি ঘুরতে ঘুরতে হেলিপ্যাড থেকে সরে এসে মাটিতে মুখ থুবড়ে পরে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন বিপর্যয় মোকাবিলা বাহিনী। দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় লোকজন।

Advertisements

আরও পড়ুন ? Viral Video: হাসপাতালে দাদুকে শেষবার দেখতে যাওয়ার আগে নাতনি! হার মানাবে বিয়েবাড়ির সাজ

সূত্রের খবর, এই হেলিকপ্টার রুদ্রপ্রয়াগ থেকে ৬ জন যাত্রীকে তোলেন। তাদের গন্তব্যস্থান ছিল কেদারনাথ। রুদ্রপ্রয়াগ থেকে বেরিয়ে ভালোভাবেই কেদারনাথের দিকে আসছিল হেলিকপ্টারটি। কিন্তু গন্তব্যে অর্থাৎ কেদারনাথে ল্যান্ডফল করতে গিয়েই ঘটে বিপত্তি। ঘটনাটি ঘটে সকাল ৭ঃ০৫ নাগাদ। কেদারনাথের হেলিপ্যাডে অবতরণ করতে গিয়েই কপ্টারে দেখা দেয় যান্ত্রিক সমস্যা। যে কারণে কপ্টারটি পাক খেতে খেতে ল্যান্ডফলের ১০০ মিটার দূরেই ইমার্জেন্সি ল্যান্ডিং করে।

তবে খবর রয়েছে ওই হেলিকপ্টারে থাকা ৬ জন যাত্রী ও পাইলট সকলেই বিপদমুক্ত। কোনো ব্যক্তিরই শারীরিক কোনো ক্ষতি হয়নি। তারা সকলেই সুরক্ষিত রয়েছেন। জানা গিয়েছে এই হেলিকপ্টার কেস্ট্রেল এভিয়েশনের ছিল। সিরসি হেলিপ্যাড থেকে আসছিল এই হেলিকপ্টারটি। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে কেদারনাথে পৌঁছানোর আগেই ইমারজেন্সি ল্যান্ডিং করতে হয় হেলিকপ্টারটির (Kedarnath Helicopter Accident)। তবে হঠাৎ করে কি কারনে যান্ত্রিক ত্রুটি দেখা গেল তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও তেমন কোনো খবর পাওয়া যায় নি।

Advertisements