বাজারে বিক্রি হচ্ছে Mi-এর নকল প্রোডাক্ট! চেনার ৬ টি উপায়

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতের বাজারে যে সকল প্রোডাক্টের বাজার রমরমিয়ে চলছে তাদের মধ্যে অন্যতম হল শাওমি (Mi) কোম্পানির প্রোডাক্ট। মানুষের মধ্যে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে এই সংস্থা।

চিনা সংস্থা শাওমি সম্প্রতি একটি বিবৃতিতে সাধারণ মানুষকে সাবধান করেছে, কারণ শাওমি প্রোডাক্টের নামে বাজারে অনেক ভুয়ো প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে। তাই প্রোডাক্ট কেনার সময় সাবধানে থাকার কথা জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। নভেম্বর মাসে এই সংস্থার তরফ থেকে দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ জারি করা হয়েছিল এবং গফ্ফর বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই হাজারেরও বেশি ভুয়ো শাওমির প্রোডাক্ট উদ্ধার করা হয়েছে। পরবর্তীকালে সেই দোকানের মালিকদের গ্রেপ্তারও করা হয়েছে।এই কারণে সংস্থাটি তার একটি বিবৃতিতে গ্রাহকদের উদ্দেশ্যে বলেছে যে বিশ্বস্ত আউটলেট বা দোকান থেকেই যেন শাওমির কোনো প্রোডাক্ট কেনেন গ্রাহকরা। সংস্থার পক্ষ থেকে এও বলা হয় যে, শাওমি প্রোডাক্ট কেনার সময় কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে।

প্রথমত, শাওমি’র যেকোনো প্রোডাক্টের গায়ে একটি কোড থাকে যেই কোডটিকে mi.com -এর মাধ্যমে যাচাই করা যায় ও সেই প্রোডাক্টের সত্যতা প্রমান করা যায়।

দ্বিতীয়ত, শাওমি’র যেকোনো দ্রব্যের প্যাকেজিং কিছুটা পৃথক রকমের হয়। তাই গ্রাহকদের বলা হচ্ছে যে শাওমি’র প্রোডাক্ট কেনার সময় সেই প্যাকেজিংয়ের দিকে লক্ষ্য রাখতে এবং ঠিকঠাক প্যাকেজিং করা শাওমি’র প্রোডাক্ট mi home বা mi store থেকে কিনতে।

তৃতীয়ত, শাওমি’র তরফ থেকে বলা হয়েছে কোনো প্রোডাক্ট কেনার সময় সেই প্রোডাক্টে mi এর অরিজিনাল লোগো দেখে যেন গ্রাহক সেই প্রোডাক্ট কেনেন।

চতুর্থত, শাওমি’র ফিটনেস সংক্রান্ত যে প্রোডাক্টগুলি আছে যেমন শাওমি ফিটনেস ব্যান্ডে mi ফিট অ্যাপলিকেশন থাকে। সেটি যাচাই করে নিতে বলা হয়েছে।

পঞ্চমত, সত্যিকারে mi এর ব্যাটারিগুলিতে সেটার li – poly ব্যাটারি হওয়ার একটি সাইন থাকে, যেখানে অন্যান্য ক্ষেত্রে li-lion-এর সাইন থাকে।

ষষ্ঠত, নকল ইউএসবি কেবল বা অন্যান্য দ্রব্য সাধারণত একটু পলকা হয় যাতে তার ভেঙে যাওয়ার প্রবণতা থাকে।

এই জিনিসগুলির প্রতি নজর রেখেই কোনো শাওমি’র প্রোডাক্ট কেনার কথা বলা হচ্ছে শাওমি কর্তৃপক্ষের তরফ থেকে।