Unbroken cricket record: ক্রিকেট ময়দানে ঝুড়িঝুড়ি রেকর্ড হলেও আজও এই ৬ রেকর্ড কেউ ভাঙতে পারল না

নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট হোক অথবা অন্য কোন খেলা, রেকর্ড তৈরি হয় ভাঙ্গার জন্য। ১০০ বছরেরও বেশি সময় আগে শুরু হওয়া ক্রিকেট খেলায় বছরের পর বছর ধরে ঝুড়িঝুড়ি রেকর্ড তৈরি হয়েছে। আবার লক্ষ্য করলে দেখা যাবে এই সকল রেকর্ড ভেঙ্গে ফেলছেন বর্তমান সময়ের অনেক ক্রিকেটার। কিন্তু নতুন নতুন ঝুড়িঝুড়ি রেকর্ড তৈরি হলেও ক্রিকেট ময়দানে এমন ৬টি রেকর্ড (Unbroken cricket record) রয়েছে যেগুলি আজও কেউ ভাঙতে পারল না।

১) অক্ষত রেকর্ডের তালিকায় প্রথমে যার নাম আসে তিনি হলেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। টেস্ট ক্রিকেটে তার গড় হল ৯৯.৯৪। স্যার ডোনাল্ড ব্যাটম্যানের পর হাজার নামিদামি ব্যাটার এলেও এখনো পর্যন্ত এই রেকর্ড কেউ ভাঙতে পারেন নি। এমনকি আগামী দিনেও কেউ এই রেকর্ড ভাঙতে পারবেন কিনা তা নিয়েও অনেকের মধ্যে সন্দেহ রয়েছে।

২) আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত অক্ষত একটি রেকর্ড রয়েছে লিটিল মাস্টার শচীন টেন্ডুলকারের। তার ঝুলিতেই রয়েছে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি। শচীন টেন্ডুলকারের এই রেকর্ড ভাঙার দৌড়ে আপাতত একজনেরই নাম রয়েছে আর তিনি হলেন বিরাট কোহলি। শচীন টেন্ডুলকারের পর সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি বিরাট কোহলির থাকলেও তারপর যারা রয়েছেন তারা অনেক দূরে। আবার বিরাট কোহলিও এখন অনেক দূরে রয়েছেন।

৩) একটি টেস্ট ম্যাচে ১৯টি উইকেট। প্রথম ইনিংসে ১০ টি এবং দ্বিতীয় ইনিংসে ৯টি। এমন অক্ষত রেকর্ডটি রয়েছে ইংল্যান্ডের প্রয়াত প্রাক্তন ক্রিকেটার জিম লেকারের। অনেকেই রয়েছেন যারা টেস্ট ক্রিকেটে ঝুড়িঝুড়ি উইকেট নিলেও এখনো পর্যন্ত তার এই রেকর্ড ভাঙতে পারেননি।

৪) ১৩৩ টি টেস্ট ম্যাচ খেলে ৮০০ উইকেট। এমন রেকর্ড এখনো অক্ষত। এমন অক্ষত রেকর্ডটি করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন মুথাইয়া মুরলীধরন। তার এই রেকর্ড ভাঙা তো দূরের কথা, এখনো পর্যন্ত কোনো দেশের কোনো তারকা তার ধারে কাছে নেই।

আরও পড়ুন 👉 কোহলির জীবনে এই ৫ রেকর্ড, যা পরের ১০ বছরেও ভাঙা প্রায় অসম্ভব!

৫) টেস্ট ক্রিকেটের একটি ইনিংসে ৪০০ নট আউট। ২০০৪ সালে এই রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্রায়ান লারা। ইংল্যান্ডের বিরুদ্ধে গড়া এই রেকর্ড এখনো পর্যন্ত কোনো ব্যাটার ভাঙতে পারেনি।

৬) টানা ২১ টি একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচ জেতার রেকর্ড রয়েছে একমাত্র অস্ট্রেলিয়ার। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে অস্ট্রেলিয়ার এমন জয় শুরু হয়েছিল এবং তা থেমেছিল ২০২৩ সালের মে মাসে। এই রেকর্ড এখনো পর্যন্ত কোন দল ভাঙতে পারেনি।