বীরভূমে একদিনে করোনা আক্রান্ত ৬৮৫

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গতকাল অর্থাৎ সোমবার বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে বীরভূমের করোনা সংক্রান্ত যে তথ্য পেশ করা হয়েছিল তাতে কিছুটা হলেও স্বস্তি মিলেছিল জেলার বাসিন্দাদের। তবে সেই স্বস্তি যে সাময়িক তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিলো মঙ্গলবার। মঙ্গলবার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে তিন গুণের বেশি। গতকাল যেখানে জেলায় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২০৪ সেই জায়গায় মঙ্গলবারের তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৬৮৫।

Advertisements

মঙ্গলবার জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় রামপুরহাট স্বাস্থ্য জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭১ জন এবং বীরভূম স্বাস্থ্য জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫১৪ জন। তবে বিপুলসংখ্যক করোনা আক্রান্ত হলেও স্বস্তির খবর এটাই যে এদিনের রিপোর্ট অনুযায়ী প্রাণহানির সংখ্যা অনেকটাই কমেছে। গতকালকের রিপোর্ট অনুযায়ী যেখানে প্রাণহানির সংখ্যা ছিল ৬, সেই জায়গায় এদের নতুন করে প্রাণহানি হয়েছে একজনের। করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির বাড়ি বীরভূম স্বাস্থ্য জেলায়।

Advertisements

Advertisements

[aaroporuntag]
এদিনের রিপোর্টের পর বীরভূমে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৫৭২১। এযাবত জেলায় মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা হল ১০১৭১। জেলায় মোট মৃতের সংখ্যা ১২৫। অন্যদিকে বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা হল ৫৩৭৭।

Advertisements