বীরভূমে এক ধাক্কায় কনটেইনমেন্ট জোন সংখ্যা বাড়ল ২১, রইলো তালিকা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের তীব্র গতিতে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের এই সংখ্যা বিভিন্ন জেলার পাশাপাশি তরতরিয়ে বাড়ছে বীরভূমেও। ইতিমধ্যেই জেলায় আক্রান্তের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে বীরভূমে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭২। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০১ জন।

আক্রান্তের এই সংখ্যার নিরিখে ইতিমধ্যেই বীরভূমের বিভিন্ন জায়গায় বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে তৈরি করা হয়েছে কনটেইনমেন্ট জোন। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী এই কনটেইনমেন্ট জোনের মোট সংখ্যা ২৪। একদিনেই কনটেইনমেন্ট জোন ঘোষিত হয়েছে ২১টি জায়গা।

বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে আগেই তিনটি জায়গা কনটেইনমেন্ট জোন চিহ্নিত হয়েছিল। সেই সকল জায়গাগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল সিউড়ির কলেজ পাড়া এবং বোলপুরের জামবুনি। এবার এই তালিকায় যুক্ত হয়েছে আরও ২১টি নাম।

কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হয়েছে বোলপুরের রূপপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিনিকেতনের সীমান্তপল্লী।

বোলপুর পৌরসভার অন্তর্গত ৩,৭,৮,৯,১০,১৪,১৬, ২০ নম্বর ওয়ার্ডের মিশন কম্পাউন্ড, বাঁধগোড়া, নতুন পুকুর, রবীন্দ্রপল্লী, সাতের পল্লী, স্কুল বাগান, আর কে রোড, ত্রিশূল পট্টি, কালিকাপুর, নায়েক পাড়া, সুরিপারা।

সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুরের পুরন্দরপুর কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হয়েছে।

সিউড়ি পৌরসভার অন্তর্গত ১,২,১০,১৪,১৫,১৯ নম্বর ওয়ার্ডের বড়বাগান, সমন্বয়পল্লী, লালকুঠি পাড়া, বারুইপাড়া, ডাঙ্গালপাড়া, রবীন্দ্রপল্লী কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হয়েছে।

রাজনগর ব্লকের অন্তর্গত বাহিলাপ পাড়া চিহ্নিত হয়েছে কনটেইনমেন্ট জোন হিসেবে।

চিহ্নিত হওয়া এই সকল কনটেইনমেন্ট জোন এলাকা প্রশাসনের তরফ থেকে স্যানিটাইজ করা থেকে শুরু করে বিভিন্ন করণীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে মনে রাখতে হবে আক্রান্তের সংখ্যা যদি নিম্নমুখী না হয় সে ক্ষেত্রে রাজ্য সরকার আরও কঠোর বিধি-নিষেধ জারি করবে বলেই মনে করা হচ্ছে।