7 New Vande Bharat: উদ্বোধন হবে আরও ৭টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের, কোথায়, কবে বিস্তারিত এই প্রতিবেদনে

Prosun Kanti Das

Published on:

Advertisements

7 New Vande Bharata: ভারতীয় রেলওয়ে ২০২৪-এর ১১ই ডিসেম্বরের জন্য ট্রেন নম্বর ২২৫৪৯/২২৫৫০ গোরখপুর-প্রয়াগরাজ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সংশোধন করেছিল। জাতীয় পরিবহণকারী লখনউ জংশনে গোরখপুর-প্রয়াগরাজ-গোরখপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কার্যক্রমকে স্বল্প সময়ের জন্য বন্ধ করেছে। প্রয়াগরাজ বিভাগের অপারেশনাল কারণেই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। গোরখপুর-প্রয়াগরাজ জংশন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ৭:৩০ ঘণ্টায় ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এই রুটের দ্রুততম ট্রেন। তবে এখানেই শেষ নয়। আসতে চলেছে আরও ৭টি নতুন বন্দে ভারত (7 New Vande Bharat)।

Advertisements

৭টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস (7 New Vande Bharat) ট্রেন শীঘ্রই গোরখপুর রেলওয়ে স্টেশন থেকে চালানোর সম্ভাবনা রয়েছে। কারণ ইতিমধ্যে রেলওয়ের তরফ থেকে এর জন্য একটি পরিকল্পনা তৈরি করছে। ভারতীয় রেল গোরখপুরে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা RPF প্রশিক্ষণ কেন্দ্রের পাশে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের একটি ডিপো নির্মাণের জন্য একটি প্রস্তাব রেখেছে। তবে রেলওয়ে বোর্ডের সবুজ সংকেত পাওয়ার পরই তার নির্মাণ প্রক্রিয়া শুরু হবে। জানা গিয়েছে এই ডিপো তৈরি হওয়ার পরে, আরও নতুন বন্দে ভারত ট্রেন গোরখপুর থেকে চলাচল শুরু করবে।

Advertisements

রেলওয়ে বোর্ডের নির্দেশ অনুসারে, উত্তর-পূর্ব রেল গোরখপুর সহ বড় স্টেশনগুলি থেকে সাতটি বন্দে ভারত এবং দুটি অমৃত ভারত সহ ১৭ টি নতুন ট্রেন চালানোর প্রস্তাব তৈরি করেছে। প্রাথমিকভাবে, ইন্ডিয়া রেলওয়ে নতুন ওয়াশিং পিটে একটি ডিপোর পরিকল্পনা করেছিল কিন্তু সেখানে কাজ হয়নি। রেল প্রশাসন তখন নাকাহা জঙ্গল স্টেশনের কাছে একটি ডিপো তৈরির পরিকল্পনা করেছিল, কিন্তু তাও করা যায়নি। কোথাও জমির স্বল্পতা ছিল আবার কিছু জায়গায় সম্পদ ও অন্যান্য সুযোগ-সুবিধার ঘাটতি ছিল।

Advertisements

আরও পড়ুন: Vande Bharat ScheduleVande Bharat Schedule: নতুন বর্ষের শুরুতেই বদলে যাচ্ছে বন্দে ভারতের সময়সূচি, দেখে নিন একনজরে

এখন, রেলওয়ে প্রশাসন গোরখপুর জংশন এবং ক্যান্ট স্টেশনের মধ্যে অবস্থিত RPF ট্রেনিং সেন্টারের পিছনে জমি বেছে নিয়েছে। গোরখপুর-প্রয়াগরাজ বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি সংশোধন করা হয়েছে। অন্য একটি উন্নয়নে, ভারতীয় রেলওয়ে গোরখপুর-প্রয়াগরাজ বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচী সংশোধন করেছে যা ৭ই জুলাই, ২০২৩-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বারা ফ্ল্যাগ অফ করা হয়েছিল। ভারতের ২৫ তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন হিসাবে পরিচিত, এই এক্সপ্রেসটি গোরখপুর এবং প্রয়াগরাজ জংশনের মধ্যে চলে। প্রাথমিকভাবে, ট্রেনটি গোরখপুর এবং লখনউয়ের মধ্যে চালু হয়েছিল। যদিও পরে ট্রেনটিকে প্রয়াগরাজ জংশন পর্যন্ত বাড়ানো হয়।

এই মাসেই উদ্বোধন হবে বলে জানা যাচ্ছিল বন্দে ভারত স্লিপারের। তবে আপাতত সেটা স্থগিত রাখা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি দফাতে বন্দে ভারত স্লিপার ভার্সনের ট্রায়াল সম্পন্ন হয়েছে। এই ট্রায়ালের দায়িত্বে ছিল লখনউ’য়ের রিসার্চ ডিজাইন এন্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বা RDSO। যাই হোক এখন অপেক্ষা ৭টি নতুন বন্দে ভারতের (7 New Vande Bharat)।

Advertisements