সুখবর, ১লা ডিসেম্বর থেকে আরও ৭ জোড়া দূরপাল্লার ট্রেন পাচ্ছে রাজ্য

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে একসময় মানুষ গণপরিবহণকে আষ্টেপিষ্টে ভয় পাচ্ছিলেন। ধীরে ধীরে সেই ভয় দূর হয়। অধিকাংশ মানুষ বর্তমানে নিজের কাজের জায়গায় ফিরেছেন। আর এই কাজে ফেরা শুরু হতেই চাপ বাড়তে শুরু করে ট্রেন, বাসে এবং অন্যান্য গণপরিবহণ মাধ্যমগুলিতে। স্বাভাবিকভাবেই চাহিদা বাড়তে শুরু করে বাস-ট্রেন ইত্যাদির।

Advertisements

Advertisements

বর্তমানে পুনরায় ট্রেন পরিষেবা চালু হওয়ার পর পশ্চিমবঙ্গ থেকে ২৪ জোড়া মেল, এক্সপ্রেস এবং ইন্টারসিটি ট্রেন চলছে। আর আগামী ১লা ডিসেম্বর থেকে এই ট্রেনের সংখ্যা বাড়তে চলেছে। যোগ হতে চলেছে আরও ৭ জোড়া এক্সপ্রেস ট্রেন। যার পর রাজ্যে মোট ট্রেনের সংখ্যা দাঁড়াবে ৩১ জোড়া। পাশাপাশি রেলের তরফ থেকে জানানো হয়েছে এই সকল ট্রেনের সংখ্যা আগামী দিন কয়েকের মধ্যেই দ্বিগুণ হতে চলেছে।

Advertisements

আগামী পয়লা ডিসেম্বর থেকে যে ৭ জোড়া এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে তাদের মধ্যে অন্যতম ট্রেনগুলি হলো শিয়ালদহ থেকে লালগোলা, শিয়ালদহ থেকে সহর্স, হাওড়া থেকে ধানবাদ, হাওড়া থেকে মুম্বই, মালদহ থেকে কিউল, ভাগলপুর থেকে রাঁচি। পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যেই হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে দেশের বিভিন্ন স্টেশনের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য আরও ৩০ জোড়া এক্সপ্রেস ট্রেন চালু করার জন্য সম্মতি চেয়েছে পূর্ব রেলওয়ে বোর্ড।

তবে ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হলেও আপাতত এক্ষুনি এই সকল ট্রেনগুলির সাথে অসংরক্ষিত কামরা যোগ করা হচ্ছে না বলে জানা গিয়েছে রেলের তরফ থেকে। কোভিড পরিস্থিতি মেনে কোনভাবেই জেনারেল কামরা যোগ করার কথা আপাতত ভাবছেনা রেল।

Advertisements