ডাকাতির ছক কষে আসা ৭ যুবক গ্রেপ্তার, বড় সাফল্য সিউড়ি পুলিশের

Himadri Mondal

Updated on:

Advertisements

হিমাদ্রি মন্ডল : ডাকাতির ছক কষে ৭ জনের এক দুষ্কৃতীর দল মঙ্গলবার রাতে জড়ো সিউড়ি শহরের পার্শ্ববর্তী এলাকা লম্বোদরপুরে। তবে তাদের উদ্দেশ্য সফল হতে দেয়নি সিউড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অতর্কিতে হানা দেয় সিউড়ি থানার পুলিশ এবং হাতেনাতে ওই ৭ জনকে পাকড়াও করতে সক্ষম হয়।

Advertisements

Advertisements

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ৭ জন দুষ্কৃতী বন্দুক, গুলি, গান পাউডার, ভোজালি সহ একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে মঙ্গলবার রাতে জড়ো হয় সিউড়ি থানার অন্তর্গত লম্বোদরপুর ঘেঁষা ৬০ নং জাতীয় সড়কের কাছে। আর পুলিশ গোপন সূত্রে এই খবর জানতে পেরে কোনরকম বিলম্ব না করে হানা দেয় ওই নির্দিষ্ট জায়গায়। যার পরেই তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তল্লাশিতে তাদের কাছ থেকে ওই সকল আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

Advertisements

বুধবার ধৃত ওই সাত যুবককে সিউড়ি জেলা আদালতে পেশ করা হয় সিউড়ি পুলিশের তরফ থেকে। অভিযুক্তদের আইনজীবীরা ধৃতদের জামিন আবেদন করলে মহামান্য বিচারক তাদের জামিন আবেদন খারিজ করে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। ওই অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে সিউড়ি থানার পক্ষ থেকে।

[aaroporuntag]
আদালত সূত্রে জানা গিয়েছে, ওই যুবকদের উপর যেসকল মামলাগুলির রুজু করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ৩৯৯, ৪০২ আইপিসি, ৩৪ ইএস অ্যাক্ট এবং ২৫, ২৭, ৩৫ আর্মস অ্যাক্ট।

Advertisements