Jio Best Benefit Recharge: ৭০৯ টাকা সেভ! জিওর এই রিচার্জ করলে মিলবে আনলিমিটেড কল, রোজ ২ জিবি ডেটা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম সংস্থাগুলির তালিকায় গত কয়েক বছর ধরে প্রথম স্থান অধিকার করে রয়েছে মুকেশ আম্বানির জিও (Jio)। মাসের পর মাস, বছরের পর বছর ধরে এই টেলিকম সংস্থাটি গ্রাহকদের নতুন নতুন অফার, নতুন নতুন প্রযুক্তি উপহার দিয়ে এমন জনপ্রিয়তা অর্জন করেছে। রিপোর্ট দেখলে স্পষ্ট, প্রতি মাসেই এই টেলিকম সংস্থাটি তাদের গ্রাহক সংখ্যা বাড়াচ্ছে।

Advertisements

মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিওর যে সকল রিচার্জ প্ল্যান রয়েছে সেই সকল রিচার্জ প্ল্যানের অধিকাংশ প্ল্যানের ক্ষেত্রেই আনলিমিটেড কলের পাশাপাশি এসএমএস এবং পর্যাপ্ত ডেটা দেওয়া হয়ে থাকে। এছাড়াও হাইস্পিড ডেটা শেষ হয়ে গেলেও ব্যবহারকারীরা কম স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তবে এই সকল রিচার্জ প্ল্যানের মধ্যে থেকেই বেছে নিতে হবে সবচেয়ে সাশ্রয়ী রিচার্জ প্ল্যানটি (Jio Best Benefit Recharge)।

Advertisements

কোন রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে টাকা বাঁচবে এই হিসেব-নিকেশ করতে গিয়ে অনেকেই রয়েছেন যারা ধন্দে পড়ে যান। যে কারণে অনেক সময় টাকা বাঁচাতে গিয়ে উল্টে দেখা যায় টাকা বেশি খরচ হয়ে গেছে। এসবের পরিপ্রেক্ষিতেই আমরা আজ এমন একটি রিচার্জ প্ল্যানের কথা আপনাদের জানাবো, যে রিচার্জ প্ল্যানটিতে একজন জিও গ্রাহক অন্ততপক্ষে ৭০৯ টাকা বাঁচাতে পারবেন। ৭০৯ টাকা বাঁচানো, মানে বুঝতেই পারছেন বড় বড় সুবিধার অন্ততপক্ষে ৩ মাসের রিচার্জ প্ল্যানের খরচ বেঁচে যাবে।

Advertisements

বহু জিও গ্রাহক রয়েছেন যারা প্রতিমাসে ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করে থাকেন। যে রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি এসএমএস এবং প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়ার পাশাপাশি জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউড সাবস্ক্রিপশন পেয়ে থাকেন। এর ভ্যালিডিটি দেওয়া হয় ২৮ দিন। এই রিচার্জ প্ল্যানটি প্রতি মাসে মাসে রিচার্জ করার ক্ষেত্রে গ্রাহকদের অনেক বেশি খরচ হয়।

আরও পড়ুন ? Jio 5G: শেষ হতে চলেছে ফ্রি’র দিন, এবার 5G চালাতে হবে আলাদা খরচ! নতুন প্ল্যান আনছে জিও

এক্ষেত্রে কোন গ্রাহক যদি একবারে ২ জিবি ডেটার জন্য এক বছরের রিচার্জ প্ল্যান রিচার্জ করে নেন তাহলে তার খরচ হবে ৩১৭৮ টাকা। ৩১৭৮ টাকায় ৩৬৫ দিনের ভ্যালিডিটির পাশাপাশি প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি এসএমএস, disney+hotster সাবস্ক্রিপশন, জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়াও 5G সাপোর্টেড হ্যান্ডসেট রয়েছে এমন গ্রাহকরা আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ পান। এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা ৭০৯ টাকা বাঁচাতে পারবেন।

হিসেব অনুযায়ী, গ্রাহকদের ৩৬৫ দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে ৩১৭৮ টাকায়। ৩৬৫ কে ২৮ দিয়ে ভাগ করলে হয় ১৩.০৩৫ বা ১৩.০৪। অর্থাৎ যারা ২৯৯ টাকা রিচার্জ করেন তাদের ওই রিচার্জটি ১৩ বার করতে হবে। তাহলে খরচ দাড়াচ্ছে ৩৮৮৭ টাকা। ৩৮৮৭ টাকা থেকে ৩১৭৮ টাকা বাদ দিলে একজন গ্রাহকের ৭০৯ টাকা সাশ্রয় হয়। যার সঙ্গে আর মাত্র ১০ টাকা দিলে আবার ওই একই প্ল্যান তিন মাসের জন্য পাওয়া যায়।

Advertisements