নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে বাংলার বিধানসভা নির্বাচন পা দিতে চলেছে ষষ্ঠ দফায়। আর এই ষষ্ঠ দফায় অন্যান্য দেখার মতোই বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন। তবে বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বাহিনীকে ধৈর্য ধরার নির্দেশ দিয়েছে কমিশন।
ষষ্ঠ দফার নির্বাচনে উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের মোট ৪৩টি আসনে রয়েছে ভোটগ্রহণ। আর এই সকল কেন্দ্রগুলিতে ভোটগ্রহণের সময় নিরাপত্তার জন্য কমিশনের তরফ থেকে ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
এই দফার নির্বাচনে কমিশন উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, নদীয়ার করিমপুর, তেহট্ট নাকাশিপাড়া, উত্তর ২৪ পরগনার বারাকপুর, আমডাঙ্গা, ভাটপাড়া, বিজপুর, নৈহাটি, জগদ্দল, বাগদা স্বরূপনগর এবং বর্ধমানের মঙ্গলকোট কেতুগ্রাম, ভাতারের মত একাধিক ভোটগ্রহণ কেন্দ্রকে অতিস্পর্শকাতর চিহ্নিত করেছে।
কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে তার তালিকা
সূত্র মারফৎ জানা যাচ্ছে, ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ১৪ কোম্পানি আধাসেনা আসানসোল-দুর্গাপুরে। উত্তর ২৪ পরগনার বারাসাত ও বনগাঁ মিলিয়ে থাকছে মোট ১২৮ কোম্পানি বাহিনী। বারাকপুরে থাকবে ১০৭ কোম্পানি আধাফৌজ। বসিরহাটে ৪০ ও বিধাননগরের আওতাভুক্ত এলাকায় থাকবে ৩ কোম্পানি বাহিনী। এর পাশাপাশি উত্তর দিনাজপুরে ১৮১ কোম্পানি, কৃষ্ণনগরে ১৬৩ কোম্পানি এবং পূর্ব বর্ধমানের ৮টি কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকছে ১৪৩ কোম্পানি বাহিনী।
[aaroporuntag]
এর পাশাপাশি কমিশন সূত্রে এটাও জানা যাচ্ছে যে এই দফার নির্বাচনে কমিশন ছ’শোর বেশি সেক্টর অফিস তৈরি করছে। আর এই সকল সেক্টর অফিসার দায়িত্বে থাকবেন একজন করে এসআই অথবা এএসআই পদাধিকারী পুলিশ অফিসার। আর এই সকল পুলিশ অফিসারের সাথে চারজন করে কনস্টেবল নিয়োগ করা হবে।