নিজস্ব প্রতিবেদন : আগস্ট মাসের প্রথম দিকেই উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়। যে নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় ভারী বৃষ্টির দেখা মেলে। বৃহস্পতিবার পর্যন্ত দফায় দফায় এই বৃষ্টিপাত চলে। তবে শুক্রবার আবহাওয়ার উন্নতি হয়। তবে এই আবহাওয়ার উন্নতির পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যার প্রভাবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে পুনরায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে আগামী রবিবার নতুন করে এই নিম্নচাপটি তৈরি হতে পারে। আর এই নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুনরায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলা ও ওড়িশা লাগোয়া নতুন করে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ওড়িশায়। তুলনামূলক বৃষ্টি কম হবে পশ্চিমবঙ্গে। যে কারণে ইতিমধ্যেই ওড়িশা লাগোয়া মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রবিবার অতি ভারী বৃষ্টি হবে বলে সর্তকতা জারি করা হয়েছে।
চলতি বছর বর্ষায় অন্যান্য বছরের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকায় ইতিমধ্যেই রাজ্যের খাল-বিল-নদী-নালার জল পরিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কারণে নতুন করে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে যে বৃষ্টিপাত হবে তার জল নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। একদিকে ডিভিসি, আরেকদিকে গালুডির জল, আবার ঝাড়খন্ড ও বিহারেও বিপুল পরিমাণে বৃষ্টি হওয়ায় জল বেড়েছে দক্ষিণবঙ্গের বীরভূম জেলার নদ নদীগুলিতে। ইতিমধ্যেই বেশ কিছু জলাধার থেকে কয়েক হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। বেশ কয়েক জায়গায় নদীর জল পরিপূর্ণ রয়েছে। মহঃবাজারে দ্বারকার নদীর উপর থাকা সেতু ভেঙে পড়েছে, ভেঙে পড়েছে জেলার বেশ কয়েকটি ভাষাব্রিজ।
♦ A low pressure area is likely to develop over North & adjoining Westcentral Bay of Bengal around 9 August, 2020. Under its influence, rainfall activity
likely to increase over east & adjoining parts of central India from 9 August onwards.— India Met. Dept. (@Indiametdept) August 7, 2020
আলিপুর হাওয়া অফিস এটাও জানিয়েছে যে, আগামী রবিবার বঙ্গোপসাগরে নতুন করে যে নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে ক্রমশ মধ্য ভারতের দিকে অগ্রসর হবে। যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের পাশাপাশি বৃষ্টি হবে মধ্য ভারতের রাজ্যগুলিতে। শনিবার ও রবিবার উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস মিলেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং এই পাঁচ জেলায় শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে।