নিজস্ব প্রতিবেদন : ফের একবার কেন্দ্রীয় সরকারি (Central Government) কর্মচারীদের জন্য অপেক্ষা করছে সুখবর। খুব তাড়াতাড়ি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। বেতন বৃদ্ধি হবে মূলত HRA ভাতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে।
দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ (DA) বাড়িয়ে করা হয়েছে ৩১ শতাংশ। এরপর জানা যাচ্ছে, আগামী বছর জানুয়ারি মাস থেকে এই সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের HRA অর্থাৎ হাউজ রেন্ট অ্যালাউন্স বাড়ানোর পথে হাঁটতে চলেছে কেন্দ্র। এর পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রক ১১.৫৬ লক্ষের বেশি কর্মচারীদের হাউজ রেন্ট অ্যালাউন্স চালু করার চিন্তাভাবনা শুরু করেছে।
হাউজ রেন্ট অ্যালাউন্স বাড়ানো এবং চালু করার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে রেল বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে মঞ্জুরের জন্য। ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন (IRTSA) এবং ন্যাশনাল ফেডারেশন অব রেলওয়েম্যান (NFIR) HRA বৃদ্ধি করার দাবি তুলেছে। এরই পরিপ্রেক্ষিতে এই প্রস্তাব দেওয়া হয়েছে।
হাউস রেন্ট অ্যালাউন্স বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই বেড়ে যাবে। এই রেন্ট দেওয়া হয়ে থাকে শহরের ভিত্তিতে। দেশের বিভিন্ন শহরকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে। X, Y এবং Z, এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের হাউস রেন্ট অ্যালাউন্স পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
X ক্যাটাগরি শহরে যেসকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পড়েন তারা বর্তমানে হাউস রেন্ট অ্যালাউন্স হিসেবে পেয়ে থাকেন ৫৪০০ টাকা। Y ক্যাটাগরি শহরে থাকা সরকারি কর্মচারীরা পান ৩৬০০ টাকা এবং Z ক্যাটাগরি শহরে থাকা সরকারি কর্মচারীরা পান মাসে ১৮০০ টাকা। এই হাউস রেন্ট অ্যালাউন্সই এবার বাড়তে চলেছে।