সম্প্রতি একটি ভিডিও ভীষণ ভাইরাল হয়ে উঠেছে। দেখা যাচ্ছে ছোট্ট একটি বালক গান শুনিয়ে মাতিয়ে তুলেছে ট্রেনের যাত্রীদের। সঙ্গীতা ওয়ারিয়ার নামের এক টুইটার ব্যবহারকারী টুইটারে এই ভিডিওটি পোস্ট করেন। যা দেখে বাকরুদ্ধ হয়ে যান নেটিজেনরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি আট বছরের বালক ট্রেনে শাস্ত্রীয় সংগীত গাইছে। যা শুনে অবাক ট্রেনের যাত্রীরা। যাত্রীরা সেখানেই ভিড় জমাচ্ছেন তার গান শুনবে বলে। আর গান এমন একটি জিনিস যার জোরে একাত্ম একাধিক হৃদয়। গান এক মুহূর্তে সহানুভূতিও জাগিয়ে তুলতে পারে। আবার মানুষের মানসিক চাপ দূর করতে পারে এক লহমায়।
ষোলো কলার মধ্যে সংগীত একটি শ্রেষ্ঠ কলা। যার মাধ্যমে সহজেই যোগাযোগ স্থাপন করা সম্ভব ঈশ্বরের সঙ্গে। উপাসনার শ্রেষ্ঠ মাধ্যম গান। স্বয়ং মহাদেবও করতেন শাস্ত্রীয় সংগীত চর্চা। কথিত আছে, সকল শিশুর মধ্যে ভগবান বিরাজ করেন। অনেকে মনে করছেন, সেই কারণে ট্রেনের ওই শিশুটির গান শুনে আরো বেশি মোহিত হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াবাসী।
টুইটারে ভিডিওটি যিনি পোস্ট করেছেন তিনি একটি ক্যাপশনও লিখেছেন। তিনি লিখেছেন, “ট্রেনের উপরের বার্থ থেকে ক্লাসিক্যাল কনসার্ট। চেন্নাইয়ের সূর্যনারায়ণন। ছোট্ট বয়সে কী গান শোনাল! বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।” ট্রেনে বসে বসে হয়তো বিরক্ত অনুভব করছিল শিশুটি, সেই কারণে ট্রেনের উপরের বার্থে বসেই হঠাৎই গান ধরে সে। নিখুঁতভাবে গাড়িতে বসে গাইতে থাকে শাস্ত্রীয় সংগীত। ট্রেনের অন্য বগি থেকে গান শুনতে ছুটে আসেন যাত্রীরা। আর সেই সাথেই একাধিক মানুষ বাচ্চাটির গানের ভিডিও করতেও শুরু করে।
গত মঙ্গলবার ভিডিওটি পোস্ট করা হয় টুইটারে। আর এরই মধ্যে ১১৯ হাজার ভিউ হয়ে গিয়েছে ভিডিওটির। আর লাইক হয়ে গিয়েছে প্রায় নয় হাজার। সোশ্যাল মিডিয়াবাসী বাচ্চাটির প্রতিভা দেখে হতবাক। এবং সকলেই তার প্রশংসায় পঞ্চমুখও। অনেকে বলেছেন, যদিও তারা গানের ভাষা কেউ বুঝতে পারেননি। তবুও তারা এটা বুঝতে পেরেছেন যে, যথেষ্ট প্রতিভার অধিকারী এই শিশুটি। তার কন্ঠটিও অসাধারণ। একদিন গান নিয়ে অনেক দূরে এগিয়ে যাবে সে।
? A classical concert from the upper berth of a train..!!#Kashi_Tamil_Sangamam !!
Sooryanarayanan of Chennai…!
Look at the Bhaav..! Speechless ? @KTSangamam ? pic.twitter.com/saBQfu2n3r— ?? Sangitha Varier ? (@VarierSangitha) December 20, 2022
সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই মেধাবী শিশুটির সাফল্য কামনা করে প্রার্থনা করেছেন। কেউ কেউ বলেছেন, শিশুটির কণ্ঠস্বর, সুর, তাল, ছন্দ এবং সুরের প্রতি তার নিয়ন্ত্রণ অনবদ্য। সেই সঙ্গে এই বয়সে তার আবেগ অনুভূতির মিশ্রণ এক কথায় অতুলনীয়। অনেক সোশ্যাল মিডিয়াবাসী কমেন্ট করেছেন, ঈশ্বর যেনো তাকে আশীর্বাদ করেন। তার জীবনের পথ যেন আরো সফল হয়ে ওঠে। অনেকেই আবার বলেছেন যে, তারা যেন ট্রেনে বসেই এক লাইভ কনসার্ট শুনছেন।