দেশ বাঁচাতে ইউক্রেন সেনা ক্যাম্পে হাজির ৮০ বছরের বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদন : যখন থেকে রাশিয়া ইউক্রেনের উপর হামলা শুরু করেছে তখন থেকেই ধ্বংসের ছবিতে পরিণত হয়েছে সুন্দর এই দেশটি। তবে রাশিয়া সামরিক এবং অন্যান্য দিক দিয়ে ইউক্রেনের তুলনায় কয়েকগুন এগিয়ে থাকলেও ইউক্রেন কোন মতেই মাথানত করতে রাজি নয়। দেশ রক্ষায় একের পর এক সেনার আত্মবলিদানের পাশাপাশি সেখানকার রাষ্ট্রনেতাদের পদক্ষেপ প্রতিনিয়ত আত্মবিশ্বাস জুগিয়ে চলেছে দেশের মানুষকে।

ইতিমধ্যেই ইউক্রেনের সেই সকল দেশপ্রেমের ছবি এখন বিশ্বজুড়ে ভাইরাল। এই সকল ছবির মধ্যেই অনন্য একটি ছবি হল ৮০ বছর বয়সি এক বৃদ্ধের। ওই বৃদ্ধ দেশ বাঁচাতে সেনা ক্যাম্পে হাজির হয়েছেন। তার এমন দেশের প্রতি ভালোবাসা এবং দেশ রক্ষার জন্য এমন পদক্ষেপ মনে ধরেছে বিশ্বের বাসিন্দাদের। রুশ সেনাদের বিরুদ্ধে ওই বৃদ্ধ নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।

সেনা ক্যাম্পে হাজির হওয়া ওই বৃদ্ধ জানিয়েছেন, তিনি তার নাতি নাতনিদের রক্ষা করার জন্য সেনাবাহিনীতে যোগ দিতে চান। তার কথায়, রুশ সেনাবাহিনীর আক্রমণে আজ দেশের লক্ষ লক্ষ নাতি-নাতনিদের শৈশব বিপন্ন। যে কারণে তিনি নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের কর্তব্য পালন করে যেতে চান।

ইউক্রেন সেনা ক্যাম্পে এসে সেনাবাহিনীতে নাম লেখাতে প্রস্তুত সেই বৃদ্ধের ছবি পোস্ট করেছেন ইউক্রেনের প্রাক্তন ‘ফার্স্ট লেডি’ ক্যাটেরিনা ইউচেঙ্কো। তিনি ওই ছবি পোস্ট করার পরে তা ভাইরাল হয়ে পড়ে। ছবি পোস্ট করার পাশাপাশি তিনি লিখেছেন, ‘কেউ একজন ৮০ বছরের বৃদ্ধের ছবি পোস্ট করেছেন। ওঁর সঙ্গের ব্যাগে ছিল দুটো টিশার্ট, একজোড়া প্যান্ট, একটি দাঁত মাজার ব্রাশ, অল্প কিছু স্যান্ডউইচ। বৃদ্ধ জানান, তিনি তাঁর নাতি-নাতনিদের জন্য যুদ্ধে লড়তে চান।’

যদিও এই ছবিটি ইউক্রেনের ঠিক কোন অঞ্চলে তোলা হয়েছে তা জানা যায়নি। তবে এই ছবি পোস্ট হওয়ার পর আলাদাভাবে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি মাথায় কালো টুপি পরা ওই বৃদ্ধের সাহস দেখে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সোশ্যাল মিডিয়ার নাগরিকরা।