নিজস্ব প্রতিবেদন : দিন যত এগোচ্ছে ততোই বীরভূমের করোনা পরিস্থিতি ভ’য়ঙ্কর হচ্ছে। প্রতিদিন গুণিতক আকারে জেলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এইভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া আমজনতার আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আসন্ন ভোট নিয়ে চিন্তা বাড়ছে জেলার বাসিন্দাদের।
বৃহস্পতিবার বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে করোনা সংক্রান্ত যে নথি পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় বীরভূমে মোট করোনা আক্রান্ত ৮৩৬ জন। এই বিপুলসংখ্যক আক্রান্তদের মধ্যে বীরভূম জেলায় রয়েছেন ৫৪৭ জন এবং রামপুরহাট স্বাস্থ্য জেলায় ২৮৯ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন চারজন। মৃতরা প্রত্যেকেই রামপুরহাট স্বাস্থ্য জেলার বাসিন্দা।
[aaroporuntag]
বর্তমানে বীরভূমে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭২৯৬। জেলায় এখনো পর্যন্ত যে সংখ্যক রোগী সুস্থ হয়ে উঠেছেন তার মোট সংখ্যা হলো ১১১৫৬। জেলায় মোট মৃতের সংখ্যা ১৩০। জেলায় বর্তমানে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৫৯৬১।