জীবনের শেষ ইচ্ছে, ৮৬ বছর বয়সে স্ত্রীর হাত ধরে এভারেস্টে বৃদ্ধ

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও রয়েছে যেগুলি ভাইরাল হওয়ার পর মানুষের মন ছুঁয়ে যায়। সেই সকল ভিডিওগুলি যেমন ভাইরাল হয় ঠিক সেই রকমই আবার সেগুলি অনুপ্রেরণা জুগিয়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় সেই রকম এক বৃদ্ধের একটি ভিডিও ভাইরাল হয়েছে যা এখন মন ছুঁয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের।

Advertisements

জীবনে প্রতিটি মানুষেরই কোন না কোন শখ থাকে। সেই সকল শখ পূরণ করার জন্য নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়। জীবনের শেষ মুহূর্তে এসে সেই রকমই ৮৬ বছর বয়সী এক বৃদ্ধ তার স্বপ্ন পূরণ করার জন্য সোজা পৌঁছে গেলেন মাউন্ট এভারেস্টে। সেখানে স্ত্রীর হাত ধরে তাকে মাউন্ট এভারেস্টের বুকে গুটি গুটি পায়ে হাঁটতে দেখা যায়।

Advertisements

১৭ হাজার ফুট উচ্চতায় শ্বেতশুভ্র মাউন্ট এভারেস্ট দেখার স্বপ্ন নিয়ে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে সবাই সেই স্বপ্ন পূরণ করতে পারেন না অথবা এমন স্বপ্নপূরণ করার সৌভাগ্য তাদের কপালে জোটে না। সবার পক্ষে এমন সৌভাগ্য না জুটলেও ইচ্ছে শক্তির বলে ৮৬ বছর ওই বৃদ্ধ এমন স্বপ্নপূরণ করে দেখিয়েছেন।

Advertisements

ওই বৃদ্ধর এই বয়সে এমন স্বপ্ন পূরণ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। ভিডিও থেকেই জানা গিয়েছে ওই বৃদ্ধ হলেন মহারাষ্ট্রের একজন বাসিন্দা। তারা নিজেদের স্বপ্নপূরণ করার জন্য একটি চপারে চড়ে এভারেস্টে যান এবং সেখানে স্ত্রীর হাত ধরে লাঠি হাতে ওই বৃদ্ধ এভারেস্ট ঘুরে দেখেন।

ইনস্টাগ্রামে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ার দর্শকরা তাদের দুজনের এমন প্রেম এবং বৃদ্ধ বয়সে স্বপ্নপূরণ দেখে উৎসাহিত হয়ে পড়েছেন। পাশাপাশি তারা ওই দুজনের ১০০ বছর পরমায়ু প্রার্থনা করেছেন।

Advertisements