নিজস্ব প্রতিবেদন : দিন যত এগিয়ে যাচ্ছে ততই গুণিতক আকারে বীরভূম জেলায় বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভোটের বাজারে রীতিমতো চোখ রাঙাচ্ছে করোনা। বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে বুধবার করোনা সংক্রান্ত যে নথি পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬১ জন।
রিপোর্ট অনুযায়ী এই ৮৬১ জনের মধ্যে রামপুরহাট স্বাস্থ্য জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৯ জন এবং বীরভূম জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬২ জন। রামপুরহাট স্বাস্থ্য জেলায় গত ২৪ ঘন্টায় কোনরকম সুস্থ হয়ে ওঠা অথবা মৃত্যুর খবর নেই। অন্যদিকে বীরভূম স্বাস্থ্য জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৯৮ জন। এই সময়ে বীরভূম স্বাস্থ্য জেলায় প্রাণ হারিয়েছেন ৭ জন।
[aaroporuntag]
বর্তমানে বীরভূমে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৪৯০। আক্রান্তদের মধ্যে পাশাপাশি সুস্থ হয়ে ওঠার সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৮৭৯ জন। বর্তমানে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৭।