ঝড়-বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ-এর সর্তকতা দক্ষিণবঙ্গের ৫ জেলায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত কাল অর্থাৎ সোমবার রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যায় রাজ্যের একাধিক জেলায়। তবে এর পাশাপাশি একদিনে বজ্রপাতে প্রাণ হারান ২৬ জন। পরিসংখ্যানের বিচারে যা এযাবত সর্বোচ্চ। সেই মতো মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল দক্ষিণবঙ্গের ৫ জেলায়।

Advertisements

Advertisements

প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোন অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি নেই। মূলত বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে এই অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের অধিকাংশ জেলা মেঘলা আকাশে ঢাকা। তবে সকাল থেকে কোথাও বৃষ্টির তেমন খবর নেই।

Advertisements

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকালে দক্ষিণবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, পাশাপাশি ঝড়ো হাওয়া লক্ষ্য করা যাবে। যে ৫ জেলায় এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া লক্ষ্য করা যাবে সেগুলি হল মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায়। পাশাপাশি সুন্দরবন এলাকাতেও ঝড়-বৃষ্টি লক্ষ্য করা যাবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এইসকল জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। গতকাল অর্থাৎ সোমবার যেভাবে রাজ্যে বজ্রবিদ্যুৎ এর কারণে ২৬ জন প্রাণ হারিয়েছেন সেই জায়গায় হাওয়া অফিসের তরফ থেকে আগাম সতর্ক থাকতে বলা হয়েছে।

অন্যদিকে হওয়া অফিসের তরফ থেকে এটাও জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যে নিম্নচাপের কারণে আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই নিম্নচাপের হাত ধরেই রাজ্যে বর্ষার আগমণ ঘটবে বলেও জানানো হয়েছে।

Advertisements