ঠাকুর দেখার চিন্তা নেই! পুজোয় ১৮টি স্পেশাল ট্রেন দিল রেল, দেখে নিন রুট ও টাইমটেবিল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কাজে হোক অথবা ভ্রমণ সব ক্ষেত্রেই দেশের মানুষ সবচেয়ে বেশি রেল পরিষেবার উপর নির্ভরশীল হয়ে থাকেন। রেলের উপর এমন নির্ভরশীলতার কথা মাথায় রেখে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে বিভিন্ন মরশুমে স্পেশাল ট্রেন চালানো হয়। এবারও যখন সামনেই দুর্গাপুজো সেই সময় পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কথা মাথায় রেখে ১৮টি স্পেশাল ট্রেনের (Special Train) ঘোষণা করা হলো।

Advertisements

পুজো হোক অথবা অন্য যেকোনো সময়, সবচেয়ে বেশি চাপ লক্ষ্য করা যায় শিয়ালদা স্টেশনে। যে কারণে এবার পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদা ডিভিশনে ১৮টি স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। ১৯ অক্টোবর অর্থাৎ মহাপঞ্চমীর দিন থেকে এই সকল স্পেশাল ট্রেনগুলি তাদের পরিষেবা দেওয়া শুরু করে দেবে। এই সব স্পেশাল ট্রেনের ঘোষণার ফলে পুজোয় ঠাকুর দেখতে আসা দর্শনার্থীরা থেকে শুরু করে অন্যান্য যাত্রীরা উপকৃত হবেন।

Advertisements

মহাপঞ্চমী থেকে মহানবমী পর্যন্ত যে সকল রুটে ১৯টি স্পেশাল ট্রেন পরিষেবা দেবে সেই সকল রুটগুলি হল শিয়ালদা-রানাঘাট শাখা, শিয়ালদা-কল্যাণী শাখা, শিয়ালদা-বনগাঁ শাখা, শিয়ালদা-ডানকুনি শাখা, শিয়ালদা-বারুইপুর শাখা এবং শিয়ালদা-বজবজ ইত্যাদি। এই সকল রুটের মধ্যে শিয়ালদা বারুইপুর রুটে তিন জোড়া স্পেশাল ট্রেন দেওয়ার ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বেশি ট্রেন পেয়েছে এই রুটটি।

Advertisements

পুজো স্পেশাল শিয়ালদহ-রানাঘাট লোকাল রাত ১২:৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে এবং রানাঘাটে পৌঁছাবে রাত ২:৩০ মিনিটে। রানাঘাট-শিয়ালদা লোকাল রাত ১১:৪৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে এবং শিয়ালদহ পৌঁছাবে রাত ১:৪০ মিনিটে। শিয়ালদহ-কল্যাণী লোকাল ট্রেন রাত ১:৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে এবং কল্যাণী পৌঁছাবে রাত ২:৫০ মিনিটে। পরবর্তী শিয়ালদহ-কল্যাণী লোকাল ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে রাত ২:৩০ মিনিটে এবং কল্যাণী পৌঁছাবে রাত ৩:৫০ মিনিটে।

কল্যাণী-শিয়ালদহ লোকাল ট্রেন রাত ১২:১০ মিনিটে কল্যাণী থেকে ছাড়বে এবং রাত ১:৩০ মিনিটে পৌঁছাবে শিয়ালদহে। পরবর্তী কল্যাণী-শিয়ালদা লোকাল কল্যাণী থেকে ছাড়বে রাত ৩ টের সময় এবং শিয়ালদহ পৌঁছাবে ভোর ৪:২০ মিনিটে। শিয়ালদা-বনগাঁ লোকাল ট্রেন রাত ১:২০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে এবং বনগাঁ পৌঁছাবে রাত ৩:১০ মিনিটে। বনগাঁ-শিয়ালদহ লোকাল ট্রেন রাত ১১:৫৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়বে এবং শিয়ালদহ পৌঁছাবে রাত ১:৪৫ মিনিটে।

শিয়ালদহ-ডানকুনি লোকাল ট্রেন শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১১:৩০ মিনিটে এবং ডানকুনি পৌঁছাবে রাত ১২:১৫ মিনিটে। ডানকুনি-শিয়ালদহ লোকাল ট্রেন রাত ১২:২৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে এবং রাত ১:০৫ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে। শিয়ালদা-বারুইপুর রুটে তিনটি লোকাল ট্রেন চলবে। দুপুর ৩:২০, রাত ১২:৩০ মিনিট এবং রাত ২:২০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। অন্যদিকে বিকেল ৪:৩৮ মিনিট, রাত ১:২৫ মিনিট এবং রাত ৩:১০ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে।

Advertisements