নিজস্ব প্রতিবেদন : উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় মৎস্য নিলাম কেন্দ্র হল দীঘা মোহনার মধ্য নিলাম কেন্দ্র। যে কারণে এই মৎস্য নিলাম কেন্দ্রে প্রতিদিনই নামিদামি মাছের দেখা মেলে। তবে নামিদামি এই সকল মাছের মধ্যে আবার এমন কিছু মাছ রয়েছে যেগুলি এত বেশি দামে বিক্রি হয় যে তা সবার নজর কেড়ে থাকে। ঠিক সেই রকমই এবার ১৫ লক্ষ টাকায় দীঘা মোহনার নিলাম কেন্দ্রে বিক্রি হল মাছ।
বিপুল পরিমাণ অর্থে এই যে সকল মাছ বিক্রি হয়েছে সেগুলির নাম তেলিয়া ভোলা (Telia Bhola Fish)। ঔষধি গুণের পাশাপাশি বিশ্ববাজারে এই সকল মাছের ব্যাপক চাহিদা থাকার কারণে সবসময় তেলিয়া ভোলা মাছ বেশি দামে বিক্রি হয়ে থাকে। তবে ১৫ লক্ষ টাকায় তেলিয়া ভোলা মাছ বিক্রি সাধারণত খুব কম সময় হয়।
১৫ লক্ষ টাকায় মোট ৯টি তেলিয়া ভোলা মাছ বিক্রি করা হয়েছে গত সপ্তাহান্তে। দীঘার মোহনায় থাকা বাবা সাহেব আরৎ থেকে এই সকল মাছগুলি বিক্রি করা হয়। এই মাছগুলি তাদেরই যে বাবা সাহেব ট্রলার রয়েছে সেই ট্রলারে ধরা পড়ে। তাদের ৫ নম্বর ট্রলারে মাছগুলি ধরা পড়ে। স্বাভাবিকভাবেই ওই আরৎ এবং ট্রলারের মালিক নন্দীগ্রামের শেখ রহিমুলের কপাল খুলেছে লটারিতে পুরস্কার লাগার মতই।
আরও পড়ুন : তেলিয়া ভোলা ফেল! এবার জালে উঠল এই মহামূল্যবান মাছ, দাম উঠল ২ কোটি!
যে ৯টি বহু মূল্যবান তেলিয়া ভোলা মাছ বিক্রি হয়েছে সেই মাছগুলির মধ্যে দুটির ওজন ছিল যথাক্রমে ২৩ কেজি ও ২৫ কেজি, যেগুলির দাম নিলামে দাঁড়ায় ১৩৫০০ টাকা কিলো। মোট দাম দাঁড়ায় ৬ লক্ষ ৪৮ হাজার টাকা। তিনটি মাছের মোট ওজন দাঁড়ায় ৫৮ কেজি এবং সেই মাছগুলি ৯৫০০ টাকা কিলো দরে বিক্রি হয়, মোট দাম দাঁড়ায় ৫ লক্ষ ৫১ হাজার টাকা। বাকি চারটি তেলিয়া ভোলা মাছের ওজন দাঁড়িয়ে ছিল ৯৩ কেজি এবং সেগুলি ৩৪০০ টাকা কিলো দরে বিক্রি হয়। এই চারটি তেলিয়া ভোলা মাছের মোট দাম হয় ৩ লক্ষ ১৬ হাজার টাকা। আর মোট ৯টি তেলিয়া ভোলা মাছের দাম হয় ১৫ লক্ষ ১৫ হাজার টাকা।
তেলিয়া ভোলা মাছের আবার দাম যেমন ওজনের উপর নির্ভর করে ঠিক সেই রকমই স্ত্রী পুরুষের উপর নির্ভর করে থাকে। এই সকল মাছের বায়ুথলি থেকে শুরু করে গোটা শরীরের বিভিন্ন অংশেই রয়েছে ঔষধি গুণ। যে কারণেই এই সকল মাছ বিভিন্ন সংস্থা দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্র থেকে কিনে নিয়ে যায় এবং সেগুলি বিদেশেও রপ্তানি করে থাকে।