‘অপরাধীর’ সুরে করোনা সচেতনতায় ৯ বছর বয়সী খুদের গান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Madhab Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : বিশ্ব তথা দেশ জুড়ে যখন বেড়ে চলেছে করোনা ভাইরাসের প্রকোপ ঠিক সে সময় মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নানান ধরনের পদক্ষেপ অবলম্বন করতে দেখা গেছে সরকারকে। লকডাউন চলাকালীন আমরা দেখেছিলাম কখনো পুলিশ হাতজোড় করে মানুষকে সচেতন করছে, কখনো আবার তারা মাইক হাতে নিয়ে গানের মাধ্যমে মানুষকে সচেতন করছেন, আর এসবের পরেও যখন তারা বুঝতে চাইছেন না তখন পুলিশকে কড়া হাতে দমন করতে হয়েছে। তবে এই সচেতনতা নিয়েই লকডাউন চলাকালীনই এক ক্ষুদে একখানি গান রাস্তায় রাস্তায় গেয়ে বেরিয়েছিল। যে গান বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

মাত্র ৯ বছর বয়সী আর্য্য সিংহ নামে ওই খুদে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া শহরে এই গান করে তোলপাড় করে দিয়েছে সোশ্যাল মিডিয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আর্য্য বর্তমানে চতুর্থ শ্রেণীর ছাত্র। আর লকডাউন চলাকালীন সে স্থানীয় পথপ্রদর্শক নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে শহরের বিভিন্ন এলাকায় সেই গান করে বেরিয়ে ছিল। ওই খুদে এবং ওই স্বেচ্ছাসেবী সংস্থার মূল উদ্দেশ্য বর্তমান পরিস্থিতিতে যেন গানের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষকে কিছুটা হলেও সচেতন করা। আর গানকে তারা বেছে নিয়েছিল এই কারণেই যাতে মানুষের মধ্যে খুব সহজে সচেতনতা বার্তা প্রবেশ করতে পারে।

যে গানটি আর্য্য গেয়েছিল সেই গানটিতে ছিল জনপ্রিয় বাংলা গান ‘অপরাধী’র সুর। তবে সুর একই থাকলেও গানের প্রতিটি কথাকে পরিবর্তন করা হয়েছিল। আর পরিবর্তিত সেই গানে আর্য গেয়েছিল, ‘সময় ভালো নয় রে বন্ধু, বাইরে থাকিস না। করোনাতে মারবে থাবা, আড্ডা মারিস না। পুরো বিশ্ব এখন কাঁদছে রে ভাই, গুনছে শত লাশ। তুই কেন ভাই রকে বসে, করিস টাইমপাস। ওরে স্বাস্থ্যবিধি মানলে পরে, দূর হবে করোনা। যা খুশি তাই করলে রে ভাই, ছাড়বে না করোনা….।”

https://www.facebook.com/100008276764044/videos/2740106759608523/

আর লকডাউনে আমরা করোনা নিয়ে সুফলতাও পেয়েছিলাম। কারণ সে সময়ও দেশে করোনা ছড়ালেও এখনকার মত ছড়াতে পারেনি। যে কারণে আবারও পশ্চিমবঙ্গ সরকার সপ্তাহে দুদিন পুরো লকডাউন করার নির্দেশিকা জারি করেছে। লকডাউন চলাকালীন রাস্তায় রাস্তায় ঘুরে এই গানটি গাওয়ার সময় ক্যামেরাবন্দি করে রাখা সেই সকল ভিডিও জুলাই মাস থেকে নতুন করে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড হতে শুরু করেছে। আর আপলোড হওয়ার সাথে সাথেই প্রতিটি প্ল্যাটফর্ম থেকেই লাখের কাছাকাছি শেয়ার, লাইকের সংখ্যা অজস্র এবং ভিউ কয়েক লাখ ছাড়িয়ে গেছে।