নিজস্ব প্রতিবেদন : মাস কয়েক ধরেই দেশের বিভিন্ন জায়গায় ঘটে চলেছে একের পর এক ট্রেন দুর্ঘটনা। এই সকল ট্রেন দুর্ঘটনার তদন্তে নেমে কখনো চালকদের গাফিলতি, আবার কখনো অন্য কোন কারণ সামনে আসছে। এসবের মধ্যেই আবার কখনো কখনো রেললাইনের ওপর থেকে উদ্ধার হচ্ছে পাথর, গ্যাস সিলিন্ডার, লোহার পাত ইত্যাদি। তবে এসবের বাইরে এবার একটি রেল ইঞ্জিনকে (Rail Engine) সোজা মাঠে নামতে দেখা গেল। ওই রেল ইঞ্জিনের টাল সামলাতে না পারার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
টাল সামলাতে না পেরে রেললাইন ছেড়ে ইঞ্জিনের সোজা মাঠে নেমে যাওয়ার এমন ঘটনাটি ঘটেছে বিহারে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। আর সেই ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্দি হওয়ার পর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। কেননা এই ধরনের ঘটনা সচরাচর ঘটতে দেখা যায় না বললেই চলে।
বিহারের ওয়াজিরগঞ্জ এবং কোলহানা স্টেশনের মাঝে রয়েছে রঘুনাথপুর নামে একটি গ্রাম। যে গ্রামেই এমন ঘটনাটি ঘটে। শুক্রবার বিকাল বেলায় ওই গ্রামের মধ্যে থাকা রেল লাইনের লুপ লাইন ধরে দুর্ঘটনাগ্রস্থ ওই ইঞ্জিনটি যাচ্ছিল। এরই মধ্যে ইঞ্জিন কি লাইনের শেষ প্রান্তে গিয়ে আর থামতে পারেনি। এমনকি ইঞ্জিনকে আটকানোর জন্য যে বেরা থাকে সেই বেরাকে ধাক্কা দিয়ে ভেঙ্গে ইঞ্জিনটি মাঠে নেমে যায়।
আরও পড়ুন : IMD Latest Weather Update: দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপট, সোমবারও কী থাকবে একই পরিস্থিতি
লুপ লাইন ধরে রেলের ওই ইঞ্জিনটি যখন বেরা টপকে মাঠের মধ্যে নেমে যাচ্ছে সেই সময় একজন রেল কর্মী ইঞ্জিনের পাশ দিয়ে হাঁটছিলেন। আর তার পিছন থেকে কোন একজন পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ইঞ্জিনটি লাইনের শেষ প্রান্তে গিয়ে না থেমে বেরা ভেঙ্গে মাঠে নেমে যায়। এমন ঘটনার পিছনে যা মনে করা হচ্ছে তাতে ইঞ্জিনের ব্রেক না কাজ করার কারণেই এমন ঘটনা ঘটেছে। যদিও বিষয়টি এখনো স্পষ্ট নয়।
बिहार…
गया – वज़ीरगंज स्टेशन एवं कोल्हना हाल्ट के बीच रघुनाथपुर गांव के निकट एक रेल इंजन ट्रैक से नीचे उतरकर खेत में चला गया, इंजन के साथ कोई बोगी नहीं थी…#Bihar pic.twitter.com/mjhUV0EI57
— Gaurav Kumar (@gaurav1307kumar) September 15, 2024
অন্যদিকে এমন ঘটনার খবর ছড়িয়ে পড়তে গ্রামের বাসিন্দারা ক্ষেতের মধ্যে নিয়ে যাওয়া ইঞ্জিন দেখতে ভিড় জমান। কেননা তারা তো আর এই ধরনের ঘটনা কোনদিন দেখেননি। স্বাভাবিকভাবেই তারা এমন ঘটনা দেখে ছবি তোলা শুরু করা থেকে শুরু করে সেলফি তোলা ইত্যাদিতে মজে যান। তবে এই ইঞ্জিনের সঙ্গে কোন বগি না থাকার কারণে হতাহতের কোন খবর নেই। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্থ ইঞ্জিনটিকে জমি থেকে ফের লাইনে তোলার জন্য তৎপরতা শুরু হয় রেল কর্মীদের মধ্যে।