Vande Metro New Name: নতুন নাম পেল বন্দে মেট্রো, চড়তে ভাড়া মাত্র ৩০ টাকা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পর বন্দে মেট্রো (Vande Metro) ট্রেনের অপেক্ষায় ছিলেন আপামর দেশবাসীরা। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর অবশেষে সোমবার এই ট্রেনের উদ্বোধন হলো। বহু প্রতীক্ষিত এই ট্রেনটির সোমবার উদ্বোধন হলেও অবশ্য এর নাম আর বন্দে মেট্রো রইলো না। কেননা এই ট্রেনটি এবার নতুন নাম পেয়েছে (Vande Metro New Name)।

Advertisements

বন্দে মেট্রো ট্রেনের দিন কয়েক আগেই ট্রায়াল রান হয় এবং সেই ট্রায়াল রানে সফলতা অর্জনের পরই এই ট্রেনের উদ্বোধনের দিন হিসাবে ১৬ সেপ্টেম্বর দিনটিকে বেছে নেওয়া হয়। দেশের প্রথম বন্দে মেট্রো ট্রেন পেল গুজরাট। কচ্ছ জেলার ভুজ থেকে আমেদাবাদ পর্যন্ত এই ট্রেনটি যাতায়াত করবে। ট্রেনটি ৩৫৮ কিলোমিটার রাস্তা ছুটবে করবে। রবিবার ভুজ থেকে আমেদাবাদ এবং শনিবার আমেদাবাদ থেকে ভুজ বাদে সপ্তাহের ৬ দিন ট্রেনটি পরিষেবা দেবে।

Advertisements

৯৪৮০২ ট্রেনটি ভোর ৫:০৫ মিনিটে ট্রেনটি ভুজ থেকে আমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেবে এবং আমেদাবাদ পৌঁছাবে সকাল ১০:৫০ মিনিটে। এই ট্রেনের যাত্রীদের সর্বনিম্ন ভাড়া করবে ৩০ টাকা। ৯৪৮০১ ট্রেনটি আমেদাবাদ থেকে ভুজের উদ্দেশ্যে বিকেল ৫:৩০ মিনিটে রওনা দেবে এবং ট্রেনটি ভুজ পৌঁছাবে রাত ১১:১০ মিনিটে।

Advertisements

আরও পড়ুন : Amazing Railway Station: ভারতের রয়েছে এমন এক রেলস্টেশন, যেখানে ট্রেন থেমে কেবল বছরের ১৫ দিন

ট্রেনটি সর্বোচ্চ ঘন্টায় ১১০ কিলোমিটার গতিবেগে ছুটবে। যাত্রাপথে ভুজ ও আমেদাবাদ স্টেশন ছাড়াও ট্রেনটি স্টপেজ দেবে আঞ্জার, গান্ধীধাম, ভাচাউ, সামাখিয়ালি, হালভাদ, ধ্রাংধরা, ভিরামগাম, চাঁদলোদিয়া, সাবরমতি স্টেশনে। এই ট্রেনটিতে সর্বোচ্চ ২০৫৮ জন যাত্রী সফর করতে পারবেন। সিটে বসার জন্য জায়গা পাবেন ১১৫০ জন। এই ট্রেনটি সম্পূর্ণভাবে বাতানুকূল এবং কুশনযুক্ত সিট রয়েছে।

এখন প্রশ্ন হল বন্দে মেট্রো ট্রেনের নাম পরিবর্তন করে কি রাখল রেল? আগামীকাল অর্থাৎ ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৪ থেকে ৭৫ বছরে পা রাখবেন। আর তার আগে ১৬ সেপ্টেম্বর বন্দে মেট্রো নামে এতদিন পর্যন্ত যে ট্রেনটি নিয়ে এত উৎসাহ তৈরি হয়েছে তার নাম রাখা হলো ‘নমো ভারত র‍্যাপিড রেল’ (Namo Bharat Rapid Rail)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের আগেই এই ট্রেনটির উদ্বোধন করলেন খোদ মোদী নিজেই।

Advertisements