Rubina Dilaik: মা হতেই জীবনে বদল, নায়িকা ভাবছেন না কেউ, দিচ্ছেন বৌদি টাইপ কাজের অফার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Rubina Dilaik: মাতৃত্ব বদলে দেয় প্রত্যেকটি মেয়ের জীবনকে, এমনটাই বর্তমানে প্রমাণিত হয়েছে এক জনপ্রিয় টেলিভেশের অভিনেত্রীর জীবনে। বহু মহিলার জীবনেই এমন ঘটনা ঘটে থাকবে। অভিনেত্রী রুবিনা দিলাইকের সঙ্গে বর্তমানে যা হচ্ছে তার সত্যিই অবিশ্বাস্য। ২০২৩ সালের নভেম্বর মাসে তিনি জন্ম দিয়েছেন যমজ কন্যা সন্তানের। তার স্বামী হলেন অভিনব শুক্লা। দুই মেয়ের নাম রাখেন জিভা ও এধা। মাতৃত্ব যেমন প্রত্যেকটি মেয়েকে প্রকৃত নারী করে তোলে তেমনি তাদের জীবনে আসে বিরাট পরিবর্তন। সম্প্রতি রুবিনা তার কাজের জগতে এর নেতিবাচক প্রভাব লক্ষ্য করেছেন এবং আজকের প্রতিবেদনে আপনারা সেবিষয়েই জানতে পারবেন।

Advertisements

অভিনেতা শরদ কেলকারের সামনে চ্যাট শো ‘কিসিনে বাতায়া নেহি’র একটা নতুন পর্বে রুবিনা এই বিষয়ে তার মুখ খুলেছেন। ৩৪ বছর বয়সে 6 সন্তানের জন্ম দিয়েছেন তিনি(Rubina Dilaik)। ইন্ডাস্ট্রিতে পুরুষ ও মহিলা অভিনেতা সকলের সমান কিন্তু বর্তমানে তিনি লক্ষ্য করছেন এদের মধ্যে রয়েছে বিদ্যমান বৈষম্যে। কোন মহিলা যখন মা হন তখন তাকে একটি নির্দিষ্ট শ্রেণীতে সীমাবদ্ধ করা হয়। যতই সেই অভিনেত্রী নিজের ওজন কমিয়ে চেহারা ঠিক জায়গায় নিয়ে আসুক না কেন তাকে তার মনের মত চরিত্র দেওয়া হয় না। রুবিনাকে এখন বেশিরভাগ ক্ষেত্রে বৌদি টাইপের চরিত্রে অভিনয় করতে বলা হচ্ছে।

Advertisements

এই অভিযোগের প্রসঙ্গে অভিনেতা শরদ কেলকার বলেন, এই ঘটনা সত্যি বড় নির্মম যা কোনোভাবেই অস্বীকার করার জায়গা নেই। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে একজন পুরুষ অভিনেতার শেল্ফ লাইফ একজন অভিনেত্রীর শেলফ লাইফের চেয়ে কিছুটা দীর্ঘ। পক্ষপাতদুষ্ট না হলেও এটাই কিন্তু বাস্তব। রুবিনা (Rubina Dilaik) প্রথমবার ১৮ বছর বয়সে এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। কমপক্ষে ১০ বছর টেলিভিশনের তারকা হয়ে রাজত্ব করেছেন। এবার নতুনদের জায়গা ছেড়ে দিতে হবে রাজত্ব করার জন্য।

Advertisements

HT সিটি-র সঙ্গে প্রথমবার তিনি এই বিষয়ে কথা বলেন ২০২৩ সালের ডিসেম্বর মাসে। সেই সময় রুবিনা (Rubina Dilaik) বলেছিলেন, যমজ সন্তানের মা হওয়াটাই তার কাছে মা হওয়ার প্রথম অভিজ্ঞতা। গোটা বিষয়টা সহজ নাকি কঠিন কোনভাবেই তা বিচার করার মানদন্ড তার কাছে নেই। এই ৯ মাস ধরে আমরা নিজেদের প্রস্তুত করেছি। যদি এটি সিঙ্গেল প্রেগন্যান্সি হতো, তাহলে প্রস্তুতিও একই রকম হতো।

আরো পড়ুন: দর্শকদের ধামকালেন সায়ন্তিকা, ভাইরাল পুরনো ভিডিও

নিজের মাতৃত্ব সম্পর্কে তিনি আরো জানিয়েছেন যে, এই পরিবর্তন শুধু তার একার নয় গোটা পরিবারের। এই পরিবর্তনের জন্য তাদের পরিবারের প্রত্যেকটি মানুষকে প্রস্তুত হতে হয়েছে। আনন্দের সঙ্গে এতে এক বিশাল দায়িত্ব মিশে রয়েছে। সবাই এই নতুন জীবনে মানিয়ে নিচ্ছে। মাতৃত্বের বিষয়ে কোনোরকম মন্তব্য করা সহজ হবে না। মাতৃত্বের এই পরিবর্তন নিজের জীবন দিয়ে অনুভব করতে পারছেন তিনি। আর সেই পরিবর্তনটা শেষপর্যন্ত সময়ের সঙ্গে অর্থবহ কিছুতে রূপান্তরিত হবে।

তিনি ইন্ডাস্ট্রিকে বহু জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন যেমন ‘ছোটি বহু’, ‘শক্ত’, ‘পুনর্ বিবাহ’-‘এক নয়ি উমিদ’, ‘জেনি অউর জুজু’ ইত্যাদি। ২০২০ সালে, তিনি বিগ বস ১৪ এর বিজয়ী হন। এছাড়াও রুবিনা। ২০২২ সালে ফিয়ার ফ্যাক্টর: খাতরো কে খিলাড়ি ১২ এবং ঝলক দিখলা জা ১০-এ অংশ নিয়েছিলেন। এই রিয়ালিটি শোতে তিনি প্রথম রানার-আপ হয়েছিলেন।

Advertisements