নিজস্ব প্রতিবেদন : দেশের উন্নতিতে অবদান রাখার জন্য নতুন এক কর্মসূচির ঘোষণা করা হলো। যে কর্মসূচির মধ্য দিয়ে প্রতি মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে এমন ফেলোশিপের ঘোষণা করা হয়। যে ঘোষণার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন সুযোগ পাবেন এমন কর্মসূচিতে অংশগ্রহণ করার। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বিকশিত ভারত ফেলোশিপ (Viksit Bharat Fellowship)।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ছিল ১৭ সেপ্টেম্বর। সেই দিনই এমন বিকশিত ভারত ফেলোশিপ কর্মসূচির ঘোষণা করেন ব্লুক্রাফট ডিজিটাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও অখিলেশ মিশ্র। এই কর্মসূচির মধ্য দিয়ে আগামী এক বছরে ২৫ জন ব্যক্তিকে ফেলোশিপের সুযোগ দেওয়া হবে। যাদের স্টাইপেন্ডও দেওয়া হবে সংস্থার তরফ থেকে। যারা প্রতি মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবেন।
উঠতি প্রতিভা থেকে বিশেষজ্ঞ, ভারতের উন্নয়নের ক্ষেত্রে ছাপ রাখতে পারবেন এমন ব্যক্তিদের এই ফেলোশিপের সুযোগ দেওয়া হবে। এই ফেলোশিপে অংশগ্রহণ করার জন্য খুব তাড়াতাড়ি আবেদন গ্রহণ শুরু হয়ে যাবে। আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে যাবে। আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠাতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন পাঠানোর জন্য www.bluekraft.in/fellowship ওয়েবসাইট ভিজিট করতে হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করার পর সেই সকল আবেদনপত্র খতিয়ে দেখা হবে এবং এই ফেলোশিপের পুরো কর্মসূচি শুরু হবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে। সংস্থার তরফ থেকে এই ফেলোশিপ তিন ভাগে ভাগ করা হয়েছে। যেগুলি হলো ব্লুক্রাফট অ্যাসোসিয়েট ফেলো, ব্লুক্রাফট সিনিয়র ফেলো এবং ব্লুক্রাফট ডিস্টিংগুইশড ফেলো।
ব্লুক্রাফট অ্যাসোসিয়েট ফেলোশিপে যারা সুযোগ পাবেন তাদের প্রতিমাসে ৭৫ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ব্লুক্রাফট সিনিয়র ফেলোতে যারা সুযোগ পাবেন তারা প্রতি মাসে ১ লক্ষ ২৫ হাজার টাকা করে স্টাইপেন্ড পাবেন এবং ব্লুক্রাফট ডিস্টিংগুইশড ফেলোতে যারা সুযোগ পাবেন তারা প্রতি মাসে ২ লক্ষ টাকা করে স্টাইপেন্ড পাবেন। এক বছরের জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্য এই কর্মসূচির।