Royal Enfield: বাইকপ্রেমীদের মধ্যে বরাবর আকর্ষণ থাকে রয়্যাল এনফিল্ড এর ওপর। তারপর যদি হয় ক্লাসিক 350 মডেল তাহলে তো কথাই নেই। সাধারণ মধ্যবিত্ত চারচাকা কিনতে না পারলেও দুই চাকা কেনার প্রতি তাদের আগ্রহ বরাবর থাকে। আপনিও যদি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে থাকেন টু হুইলার কেনার তাহলে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 মডেলটি (Royal Enfield) আপনার জন্য উপযুক্ত হতে পারে। তবে মার্কেটে সম্প্রতি এই সংস্থা লঞ্চ করতে চলেছে এই মডেলের সাতটি রং।
রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 (Royal Enfield) হল একটি আইকনিক মোটরসাইকেল যা তার ক্লাসিক ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিনের জন্য বিখ্যাত। এই বাইকটি ভারতীয় বাজারে সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেলগুলির মধ্যে একটি এবং বিশ্বব্যাপী একটি বড় অনুরাগী বেস রয়েছে। আজকের প্রতিবেদনে আপনারা এই সংস্থার বাইকটির সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। মার্কেটে কি নয়া চমক আনতে চলেছে এই সংস্থা?
এই সংস্থার (Royal Enfield) বাইকের এমন কি বিশেষত্ব রয়েছে যার জন্য বাইকপ্রেমীদের মধ্যে এর উন্মাদনা লক্ষ্য করা যায়? রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এর ডিজাইনটির বেশ কয়েক দশক ধরে কোনরকম করা হয়নি। বাইকটির ক্রোম হার্ডওয়্যার, রাউন্ড হেডলাইট এবং বুলট-স্টাইল ফুয়েল ট্যাঙ্ক এই বাইকটিকে একটি আলাদা চেহারা দেয়। এটি হলো রয়্যাল এনফিল্ড এর এমন একটি মডেল যা সবথেকে বেশি বিক্রি হয়।
আরো পড়ুন: Hero-র এই বাইক কড়া টক্কর দিতে চলেছে Mercedes-Benz, Land Rover-কে
350 সিসি সিঙ্গল-সিলিন্ডার এয়ার-কুলেড ইঞ্জিনটি এই বাইকটিকে (Royal Enfield) গ্রাহকদের কাছে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। শহর এবং হাইওয়ে উভয়ের জন্যই এর কোনো বিকল্প হতে পারেনা। এর সোফা-স্টাইল সিট এবং ইয়ারপ্রোটেকশন সঙ্গে উচ্চ হ্যান্ডলবার এই বাইকটিকে দীর্ঘ দূরত্বের যাত্রার জন্য আরামদায়ক করে তোলে।
রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এর মোট সাতটি রং বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো এমারেল্ড, স্টেলথ ব্ল্যাক, গান গ্রে, কম্যান্ডো স্যান্ড, মেডেলিয়ান ব্রোঞ্জ, মাদ্রাজ রেড, যোধপুর ব্লু। ভারতীয় মার্কেটে কোন রংটি বেশি জনপ্রিয়তা পাবে সেটাই দেখার। কোন রংটি কিনবেন আপনি?