Ola Electric Bike: সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ওলার ইলেকট্রিক বাইকের এক ঝলক সামনে এসেছে, বাইকপ্রেমীদের মধ্যে রীতিমত উন্মাদনা সৃষ্টি করেছে এই বাইকটি। ওলার ইলেকট্রিক বাইক রোডস্টার অন্যান্য যেকোনো বাইককে কড়া টক্কর দিতে একেবারে তৈরি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসা ভিডিওতে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ওলার ডিজাইন করা বিভিন্ন বাইকের মধ্যে এটি হলো সেরা বাইক। বাইক প্রেমীদের মধ্যে খুশির হাওয়া বয়ে গেছে এই বাইকটির কারণে। ডিজাইনের সঙ্গে সঙ্গে ফিচার ও স্পেসিফিকেশনের কথাও বলা হয়েছে ভিডিওয়।
ওলার এই নয়া বাইকে (Ola Electric Bike) ব্যবহার করা হয়েছে ২.৫ কেডাব্লিউএইচ ক্ষমতার একটি বৈদ্যুতিক মোটর। এই ভ্যারিয়েন্টটি প্রতি ঘন্টার গতিতে মাত্র ২ সেকেন্ডে ০-৪০ কিলোমিটার চলতে পারে। এর সর্বোচ্চ গতি ১২৬ কিলোমিটার প্রতি ঘন্টা। ওলা রোডস্টারের অন্যতম আকর্ষণ হল এর বৈশিষ্ট্য, শক্তিশালী বৈদ্যুতিক মোটর, দুর্দান্ত ব্যাটারি, দ্রুত চার্জিং, ৭-ইঞ্চি স্মার্ট ডিজিটাল ডিসপ্লে, স্মার্ট সংযোগ এবং জিপিএস নেভিগেশনের সুবিধা পাওয়া যাবে এই বাইকে।
পাশাপাশি গ্রাহকরা ওলা-র এই বাইকে (Ola Electric Bike) পেয়ে যাবেন ডায়মন্ড-কাট অ্যালয় হুইল, এলইডি প্রজেক্টর হেডল্যাম্প এবং একটি ৭-ইঞ্চি টিএটি টাচস্ক্রিন ডিসপ্লে। অন্যান্য বাইকের তুলনায় এতে আকর্ষণীয় ফিচারস রয়েছে যা বাইকপ্রেমীদের আকৃষ্ট করবে। বাইক চুরি যাওয়ার যে ভয়ে সবাই পেয়ে থাকে তার থেকে মুক্তি দিতে রোডস্টারে ক্রুজ কন্ট্রোল এবং চুরি বা টেম্পারিং থেকে সুরক্ষার জন্য একটি ডিভাইসও লাগানো হয়েছে। পাশাপাশি বাইকের সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক রয়েছে।
আরো পড়ুন: দাম মাত্র কয়েক হাজার, নিত্য প্রয়োজনে আপনার সেরা পছন্দ হতে পারে এই স্কুটারগুলি
ভারতীয় মার্কেটে সম্প্রতি ওলা রোডস্টার (Ola Electric Bike) তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে যেমন – রোডস্টার এক্স, রোডস্টার এবং রোডস্টার প্রো। এদের মধ্যে রোডস্টার হল মিড রেঞ্জ ভ্যারিয়েন্ট। গ্রাহকদের কোনটা সবথেকে বেশি পছন্দের হবে সেটাই বড় প্রশ্ন।
ওলার ৩.৫ কেডাব্লিউএইচ ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ১,০৪,৯৯৯ টাকা থেকে শুরু। আবার ৪.৫ কেডাব্লিউএইচ ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ১,১৯,০০০ টাকা থেকে শুরু এবং ৬ কেডাব্লিউএইচ ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম হলো ১,৩৯,৯৯৯ টাকা থেকে শুরু। যদি আপনিও দীর্ঘদিন পরিকল্পনা করে থাকেন ইলেকট্রিক বাইক নেবার তাহলে বুক করে দিতে পারেন এই নতুন বাইকটি মাত্র ৯৯৯ টাকায়। গ্রাহকদের রোডস্টার বাইকের ডেলিভারি ২০২৫-এর মার্চ থেকে দেওয়া হবে।