নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল জীবন বীমা সংস্থা রয়েছে সেই সকল জীবন বীমা সংস্থার মধ্যে অন্যতম সংস্থাটির নাম হল লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি (LIC)। রাষ্ট্রায়ত্ত জীবন বীমা সংস্থা হওয়ার পাশাপাশি এর জনপ্রিয়তা এতটাই যে এখন দেশের নাগরিকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এলআইসির পলিসি।
লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া দেশের সমস্ত ধরনের নাগরিকদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের পলিসি চালু করে থাকে। সাধারণ নিম্নবিত্ত থেকে শুরু করে বিত্তবান মানুষদের জন্য রয়েছে এলআইসির বিভিন্ন পলিসি। আর এই সকল পলিসির মধ্যে এবার তারা কন্যা সন্তানদের জন্য এমন একটি পলিসি নিয়ে এলো যার মাধ্যমে নিশ্চিন্ত হবে ভবিষ্যৎ।
লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া কন্যা সন্তানদের জন্য যে পলিসি এনেছে তার নাম হলো কন্যাদান পলিসি (LIC Kanyadan Policy)। এই পলিসিতে কি কি সুবিধা (LIC Kanyadan Policy Details) পাওয়া যায়? চলুন দেখে নেওয়া যাক। এলআইসির তরফ থেকে এই পলিসিতে কন্যা সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করার গ্যারান্টি দিয়ে থাকে।
আরও পড়ুন : LIC Policy: LIC-এর এই বিশেষ পলিসিতে প্রতিদিন মাত্র ২০০ টাকা বিনিয়োগে পেয়ে যাবেন ২৮ লক্ষ টাকা
এলআইসির এই পলিসিতে বিনিয়োগ করার ক্ষেত্রে কন্যা সন্তানের বয়স কমপক্ষে ১ বছর এবং সর্বোচ্চ ১০ বছরের মধ্যে হতে হবে। অন্যদিকে কন্যা সন্তানের বাবার বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৫০ বছরের কম। পলিসির মেয়াদ হল ১৩ থেকে ২৫ বছর। এলআইসির এই পলিসিতে প্রতি মাসে মাসে টাকা জমা করা যেতে পারে। এছাড়াও টাকা জমা করা যেতে পারে ৩ মাস, ৬ মাস অথবা বার্ষিক ভিত্তিতে।
এলআইসির কন্যা সন্তানদের জন্য এই পলিসিতে প্রতি মাসে যদি কেউ ৩৬০০ টাকা জমিয়ে থাকেন তাহলে ২৫ বছর পর ২৭ লক্ষ টাকা পাওয়া যাবে। এছাড়াও আয়কর আইন ১৯৬১-এর ৮০ সি ধারা অনুযায়ী এই পলিসিতে বিনিয়োগের ক্ষেত্রে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে। এর পাশাপাশি এই পলিসি চালু হওয়ার পর যদি কন্যা সন্তানের বাবা দুর্ঘটনায় মারা যান তাহলে ১০ লক্ষ টাকা এবং স্বাভাবিক মৃত্যু হলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এছাড়াও পলিসির প্রিমিয়াম দেওয়ার প্রয়োজন হয় না। বিনামূল্যে পলিসি চলতে থাকে এবং মেয়াদ শেষ হলে পলিসির সুবিধা পেয়ে থাকেন কন্যা সন্তান।