Triumph Speed 400: ভারতীয় বাইক প্রেমীদের জন্য সামনের পুজো এক নয়া যুগের সূচনা করতে চলেছে। চলতি বছর ট্রায়াম্ফ মোটরসাইকেলস এই উৎসবকে অধিকমাত্রায় আকর্ষণীয় করে তুলবে নতুন ভার্সনে লঞ্চ হয়ে। সংস্থার জনপ্রিয় স্পিড 400 মডেলটি। এই বাইকটির আগমন দেশীয় বাইক বাজারে বেশ কিছু তোলপাড় সৃষ্টি করেছে।
কত দাম ট্রায়াম্ফ স্পিড 400-এর (Triumph Speed 400) ? এই মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে ২.৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। জনপ্রিয় এই মডেলটি অন্যান্য বহু বাইকের তুলনায় দামি হলেও এর ফিচার ও পারফরম্যান্স বিবেচনা করে বলা যায়, দামটি সম্পূর্ণ যুক্তিযুক্ত।
স্পিড 400-এর (Triumph Speed 400) ডিজাইন আকর্ষণীয় ও আধুনিক। এটি একটি স্পোর্টি লুক দেওয়া হয়েছে, তরুণ প্রজন্মের মধ্যে এই কারণেই এই বাইকের প্রতি উন্মাদনা দেখা যায়। বাইকটিতে একটি ৩৯৮ সিসি, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৪০ bhp পাওয়ার ও ৩৭.৫ Nm টর্ক জেনারেট করে। এই বাইকটির ইঞ্জিনটি শক্তিশালী হওয়ার পাশাপাশি খুবই মসৃণ।
আরো পড়ুন: বাইক চুরি নিয়ে ভয়ের দিন শেষ, বাড়িতে নিয়ে আসুন ওলার এই বাইক
স্পিড 400-এ (Triumph Speed 400) আধুনিক সব ফিচারই রয়েছে। উল্লেখযোগ্য ফিচারসগুলোর মধ্যে LED হেডল্যাম্প, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল-চ্যানেল এবিএস, স্লিপার ক্লাচ ইত্যাদি। বাইকটির হ্যান্ডলিং খুবই ভালো। শহরে চালানোর জন্য এই বাইকটি যথেষ্ট উপযোগী। স্পিড 400-এ সিটিং পজিশন এতটাই আরামদায়ক যে খুব সহজেই দীর্ঘ পথ অতিক্রম করা যায়।
স্পিড 400 পুজোর সময় বাজার কাঁপাতে পারে এমনটাই আশা করছে বিশেষজ্ঞরা। নতুন একটি মডেল হওয়ায় স্পিড 400-এর প্রতি মানুষের আগ্রহ বেশি। দামটি অন্যান্য প্রতিযোগীদের তুলনায় কিছুটা বেশি হলেও, এর বৈশিষ্ট্য অনুযায়ী যথোপযুক্ত। ট্রায়াম্ফ একটি জনপ্রিয় ব্র্যান্ড। এই ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়ায় স্পিড 400-এর মান ও বিশ্বাসযোগ্যতা স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। পুজোর সময়ন সাধারণ মানুষের মধ্যে এমনিতেই নতুন বাইক কেনার প্রবণতা বাড়ে। স্পিড 400 এই প্রবণতার সুযোগ নিতে পারে। ট্রায়াম্ফ স্পিড 400 একটি দুর্দান্ত মোটরসাইকেল। এর আধুনিক ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন, এবং আধুনিক ফিচার একে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। পুজোর সময় এই বাইকটি বাজারে বেশ কিছু তোলপাড় সৃষ্টি করবে বলে আশা করা যায়।