Post Office Scheme: প্রতিমাসে রাখুন মাত্র ১০ টাকা, এখানে বিনিয়োগ করলে নিমিষেই হয়ে যাবেন মালামাল

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Post Office Scheme: সাধারণ মানুষ সর্বদাই চাই নিজের উপার্জিত অর্থের কিছু অংশ বিনিয়োগ করে তার থেকে অধিক মাত্রায় রিটার্ন লাভ করতে। সীমিত উপার্জনের মধ্যে সঞ্চয়ও সীমিত পরিমানই তারা করতে পারে। বিনিয়োগ করার বর্তমানে একাধিক বিকল্প রয়েছে তবে মানুষ ব্যাংক এবং পোস্ট অফিসের ওপর সবথেকে বেশি ভরসা করে। আজকের প্রতিবেদনে এমনই একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরা হবে যা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না।

Advertisements

মিনিমাম ইনভেস্টমেন্ট এবং ম্যাক্সিমাম রিটার্ন হলো আম আদমির সর্বপ্রথম চাহিদা। আমজনতার পক্ষে সীমিত আয়ের মধ্যে সঞ্চয় করা সত্যিই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ তাদের কষ্ট করে উপার্জন করা টাকা কোন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানেই বিনিয়োগ করতে চায়, যাতে তারা মেয়াদ শেষে একটি ভালো রিটার্ন লাভ করে। তবে পোস্ট অফিস (Post Office Scheme) এমন একটি প্ল্যান নিয়ে এসেছে যার মাধ্যমে আপনার ভবিষ্যৎ হবে সুরক্ষিত।

Advertisements

আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করে নেব পোস্ট অফিসে (Post Office Scheme) রয়েছে পাঁচ বছরের এই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট সম্পর্কে। এখানে প্রতিমাসে কত টাকা বিনিয়োগ করতে হবে জানেন? মাত্র ১০ টাকা, শুনতে অবাক লাগলেও এ কথা একেবারে সত্যি। তাই খেটে খাওয়া মানুষের এই খাতে বিনিয়োগ করতে আশা করি অসুবিধা হবে না।

Advertisements

আরো পড়ুন: মাসে মাসে ৫০০০ টাকার গ্যারান্টি, পোস্ট অফিসের এই স্কিমে নিশ্চিত করুন নিরাপদ ভবিষ্যৎ

প্রত্যেক মাসে যদি দশ টাকা করে জমান তাহলে সহজেই এই খাতা খুলতে পারবেন। টাকা জমানোর কোন সীমা নেই। এই স্কিমে বছরে সুদের পরিমাণ ৬.‌৯ শতাংশ। এই খাতে বিনিয়োগ করলে প্রতি তিন মাস অন্তর আপনি সুদের টাকা পাবেন। যদি কোন গ্রাহকের ইচ্ছা থাকে তাহলে পাঁচ বছরের মেয়াদ শেষেও এই স্কিম চালিয়ে যেতে পারে আবার বন্ধ করে দিতেও পারে। চাইলে পুরো টাকা তুলে নিতে পারেন। যেখানে এই ধরণের স্কিমে ব্যাঙ্ক দেয় ৩.‌৫ থেকে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ।

সাধারণ মানুষ পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট (Post Office Scheme) খুলতে পারেন নগদ টাকা কিংবা চেকের মাধ্যমে। এতে আপনারা পেয়ে যাবেন নমিনি রাখার সুযোগ। যদি কোনো কারণে দরকার হয় তাহলে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে টাকা ট্রান্সফার করা যেতে পারে। এছাড়া গ্রাহকের সুবিধার্থে একের বেশি অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে নাবালক সন্তানদের নামেও অ্যাকাউন্ট খোলা হবে পারে। জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন গ্রাহক।অ্যাকাউন্ট খোলার দিন থেকে এক মাসের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে হবে।

Advertisements