Electric Scooter: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা বাজারে আসছে হোন্ডার নতুন ইলেকট্রিক স্কুটার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Electric Scooter: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা বাজারে আসছে হোন্ডার নতুন ইলেকট্রিক স্কুটার। ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) বাজারে যুক্ত হতে চলেছে নতুন নাম। অনেকদিন ধরেই এই নিয়ে চলছিল আলোচনা। হণ্ডা লঞ্চ করতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার। সম্প্রতি সংস্থার সিইও এই বিষয়ে আলোকপাত করেছেন। নতুন স্কুটার লঞ্চ করার নির্দিষ্ট সময় ঘোষণা করেছেন তিনি। তার কথামতো এই বছর নতুন স্কুটারটি লঞ্চ করা হবে না। গাড়িটি লঞ্চ করা হতে পারে ২০২৫ সালের মার্চ মাসে।

Advertisements

কিছুদিন আগেই শুধুমাত্র টু হুইলার গাড়ির জন্য একটি আলাদা প্রোডাকশন লাইন তৈরি করেছিল হন্ডা। সংস্থার কর্ণাটকের কারখানায় তৈরি করা হবে এই সমস্ত গাড়িগুলি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে নতুন ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) তৈরি করার কাজ শুরু হয়ে যাবে। আর ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে তা ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। এই গাড়িটি নিঃসন্দেহে হণ্ডা টু হুইলারের শেয়ার অনেকটা বাড়িয়ে দিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

Advertisements

হোন্ডার পক্ষ থেকে লঞ্চ করা নতুন ইলেকট্রিক স্কুটারটির (Electric Scooter) নাম রাখা হয়েছে অ্যাক্টিভা ইলেকট্রিক। নতুন এই গাড়িটিতে কি ধরনের ব্যাটারি ব্যবহার করা হবে? বা পাওয়ার ট্রেন কেমন হবে? তা নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি সংস্থা। তবে সংস্থার পক্ষ থেকে বেশ কয়েকটি ব্যাটারির ট্রান্সপ্ল্যান্ট স্টেশন বানানো হয়েছে। তাই এইটুকু নিশ্চিত ভাবে বলা যায় যে এই গাড়িটিতেও রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হবে। ভারতীয় বাজারে লঞ্চ করা বহু ইলেকট্রিক গাড়িতেই রিমুভেবেল ব্যাটারি ব্যবহার করা হচ্ছে।

Advertisements

আরো পড়ুন: ট্রায়াম্ফ স্পিড 400 পুজোর আগেই শুরু করতে চলেছে নতুন যুগের সূচনা

গত বছরই হন্ডা তাদের ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছিল। সেখানে উল্লেখ করা হয়েছিল তারা দুই ধরনের ব্যাটারি প্যাকেজ যুক্ত ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চ করতে চলেছে। একটি ফিক্সড ব্যাটারি প্যাক যুক্ত, অন্যটি সোয়েপেবল ব্যাটারি প্যাক যুক্ত। কিন্তু কোন গাড়ির জন্য কোন ব্যাটারি ব্যবহার করা হবে সেই বিষয়ে নিশ্চিত কোন তথ্য প্রকাশ করা হয়নি সংস্থার পক্ষ থেকে। কোন ব্যাটারির মডেলটি আগে লঞ্চ করা হবে তাও এখনো পর্যন্ত জানা যায়নি। আর সেই কারণে সকলেই উৎসুকভাবে অপেক্ষা করছে অ্যাক্টিভা ইলেকট্রিকের ব্যাটারি প্যাক সম্পর্কে জানার জন্য।

এর আগে হন্ডা অ্যাক্টিভার সাধারণ বাইকের মডেলগুলিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। সারা বিশ্বের দরবারে এই মডেলের গাড়িগুলি ব্যাপক জনপ্রিয়। এর আগে অ্যাক্টিভার যেকটি মডেল বের করা হয়েছিল সেগুলির বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ মিলিয়নের উপরে। এরই মাঝে ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) চাহিদার কথা মাথায় রেখে অ্যাক্টিভার এই নতুন ইলেকট্রিক ভার্সন বের করছে সংস্থা। নিঃসন্দেহে এই গাড়িটিও গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেতে চলেছে এমনটাই মনে করছে সংস্থা।

Advertisements