Vatsalya Scheme: ছোটদের ভবিষ্যৎ নিয়ে টেনশন দূর, কেন্দ্র আনল নতুন পেনশন অ্যাকাউন্ট প্রকল্প

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দায়িত্ববান করতে অভিভাবকরাই তাদের সন্তানদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে সেই জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন। অভিভাবকদের তরফ থেকে সন্তানদের জন্য বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ থেকে শুরু করে কতকি না বন্দোবস্ত করা হয়। আর এবার এমন দায়িত্ববান অভিভাবকদের চিন্তা দূর করতে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প আনা হলো, যে প্রকল্পের মাধ্যমে ছোট থেকেই সন্তানদের জন্য খোলা যাবে পেনশন অ্যাকাউন্ট।

Advertisements

সরকারের তরফ থেকে নতুন যে প্রকল্প আনা হয়েছে সেই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল চলতি বছর কেন্দ্রীয় বাজেটে। এই প্রকল্পটির নাম হল এনপিএস বাৎসল্য স্কিম (Vatsalya Scheme)। এই প্রকল্পে অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য ছোট থেকেই পেনশন অ্যাকাউন্ট খুলে সেখানে সেভিংস করতে পারবেন। গত বুধবার এই প্রকল্পের উদ্বোধন হয়েছে।

Advertisements

নতুন এই প্রকল্পের উদ্বোধন হওয়ার পর এখন অভিভাবকরা চাইলে তাদের সন্তানদের জন্য অনলাইন, ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের মাধ্যমে এই প্রকল্পের আওতায় সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই প্রকল্পের আওতায় ১৮ বছর পর্যন্ত টাকা জমা করা যাবে এবং সন্তানের বয়স ১৮ বছর পার করলেই প্রকল্পটি অন্যান্য ন্যাশনাল পেনশন সিস্টেম প্রকল্পের মত হয়ে যাবে।

Advertisements

আরও পড়ুন : Super App: যাত্রী সুবিধার্থে অবশেষে চালু করা হলো নয়া অ্যাপ, জেনে নিন বিস্তারিতভাবে

কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন এই যে প্রকল্প আনা হয়েছে সেই প্রকল্পের আওতায় ন্যূনতম এক হাজার টাকা দিয়েও অ্যাকাউন্ট খোলা যাবে। তবে যত টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা হবে সেই টাকা প্রত্যেক বছর বছর অ্যাকাউন্টে জমা করতে হবে। এই প্রকল্প দীর্ঘমেয়াদি হওয়ার কারণে বেশি সুদ পাওয়ার পাশাপাশি ৮০ সি ধারা অনুযায়ী আয়করে ছাড় সহ বিভিন্ন ধরনের সুবিধা মিলবে। প্রকল্পটি সরকারি হওয়ার কারণে এই প্রকল্পের সুরক্ষা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন সেই ভাবে থাকবে না বললেই চলে।

কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্পে নাম নথিভূক্ত করার ক্ষেত্রে আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। যদিও অনাবাসী ভারতীয় অথবা এনআরআই হয়েও এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন অভিভাবকরা।

Advertisements