Nissan Magnite: লোভনীয় ডিসকাউন্ট নিয়ে হাজির নিশান ম্যাগনাইট, ভিড় বাড়ছে ক্রেতাদের। চলছে উৎসবের মোরসুম। সারা দেশ জুড়ে আয়োজিত হতে চলেছে একের পর এক উৎসব অনুষ্ঠান। আর এই সময় প্রায় সব ধরনের কেনাকাটাতেই একটু অতিরিক্ত ছাড় পাওয়া যায়। ডিসকাউন্ট দেবার ব্যাপারে পিছিয়ে নেই গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলিও। পুজোর আগে গ্রাহকদের জন্য বড় ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা নিশান। তাদের নিশান ম্যাগনাইট (Nissan Magnite) মডেলটিতে পাওয়া যাবে লক্ষাধিক টাকা ছাড়।
২০২৪ শের অক্টোবর অর্থাৎ সামনের মাসেই নিশান ম্যাগনাইট (Nissan Magnite) ফেস লিফট ভার্সন আনতে চলেছে সংস্থা। তার আগে সেপ্টেম্বর মাসে অর্থাৎ চলতি মাসে বড় রকমের ছাড় দেওয়া হচ্ছে সংস্থার পক্ষ থেকে। সম্পূর্ণ সেপ্টেম্বর মাস জুড়েই চলবে এই অফার। শুধুমাত্র ক্যাশ বেনিফিট নয়, থাকবে ফ্রি অ্যাক্সেসরিজ, এক্সচেঞ্জ বোনাস, এমনকি কর্পোরেট ডিসকাউন্টও। নিশান ম্যাগনাইটের কোন ভেরিয়েন্টের জন্য কত টাকা ছাড় দেওয়া হচ্ছে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।
নিশান ম্যাগনাইটের (Nissan Magnite) টার্বো চার্জ ভেরিয়েন্টে দেওয়া হচ্ছে ৬০ হাজার টাকা পর্যন্ত ছাড়। এর মধ্যে রয়েছে ৫০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট, ৫০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৫০০০ টাকার ফ্রি এক্সাসারিজও। বাকি ৪৫ হাজার টাকার ক্যাশ রিফান্ড পাওয়া যাবে। অন্যদিকে নন টার্বো চার্জড মডেলটির ক্ষেত্রে এক লক্ষ টাকা পর্যন্ত বেনিফিট পাওয়া যাবে। এর মধ্যে থাকবে ৭৫ হাজার টাকার ক্যাশ বেনিফিট। এছাড়া ১০ হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্ট অফার। ম্যানুয়াল ভেরিয়েন্টের ক্ষেত্রে ১০০০০ টাকার অটোমেটিক ট্রিম এবং ১৫০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট অফার থাকবে গাড়িটিতে।
আরো পড়ুন: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা বাজারে আসছে হোন্ডার নতুন ইলেকট্রিক স্কুটার
টার্বো ভেরিয়েন্টের ম্যানুয়াল ট্রিমের ক্ষেত্রেও ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় অফার করছে নিশান ম্যাগনাইট (Nissan Magnite)। এর মধ্যে ৭৫ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস, ১৫ হাজার টাকার ক্যাশ বেনিফিট ছাড়াও ২৫ হাজার টাকার লয়ালিটি বোনাসও যুক্ত রয়েছে। নিশান ম্যাগনাইটের প্রত্যেকটি ভেরিয়েন্টে রয়েছে এই ধরনের অফার। কোথাও ৫০০০০ তো কোথাও ১ লাখেরও বেশি বোনাস পাওয়ার সুযোগ রয়েছে গ্রাহকদের জন্য।
প্রসঙ্গত উল্লেখ্য, গাড়ির দাম এলাকা ভেদে আলাদা হয়। একটি নির্দিষ্ট গাড়ির দাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হতে পারে। এমনকি রাজ্যের অন্তর্গত প্রতিটা শহর, অঞ্চল বা পিন নম্বর ভেদেও দামের পার্থক্য হতে দেখা যায়। অনেক সময় ডিলারশিপের উপর নির্ভর করেও দামের পার্থক্য হয়। এই সমস্ত ক্ষেত্রে ডিসকাউন্টের ক্ষেত্রেও তারতম লক্ষ্য করা যাবে। অর্থাৎ প্রতিবেদনে উল্লেখিত ডিসকাউন্ট নির্দিষ্ট মডেলের ক্ষেত্রে সারা ভারতবর্ষে জুড়ে একই থাকবে এর কোন মানে নেই। আপনি আপনার নিকটবর্তী শোরুমে যোগাযোগ করলেই সেখানে নিশান ম্যাগনাইটের (Nissan Magnite) কোন ভেরিয়েন্টে কি অফার দেওয়া হচ্ছে তা জানতে পারবেন।