AC Machine: বিদ্যুৎ সাশ্রয় করতে আজই ঘরে নিয়ে আসুন এই স্প্লিট এসি

Prosun Kanti Das

Updated on:

Advertisements

AC Machine: বর্তমানের আবহাওয়ার কথা চিন্তা করলে এসি এখন প্রত্যেকটি বাড়িতেই প্রয়োজন। আমাদের দেশে আজকাল আবহাওয়ার পরিস্থিতি যা তাতে শীতকালের সময়টা বাদ দিয়ে বছরের বেশিরভাগ সময়টায় কন্ডিশনার মেশিন বা এসি-র চাহিদা অনেকটাই বেশি থাকে। তবে এসি কেনা এবং তার বিল দেওয়া সাধারণ মধ্যবিত্তের সাধ্যের বাইরে। অনেকেরই ইচ্ছা থাকে এসি কেনার কিন্তু চড়া দামের কারণে এসি মেশিন কিনতে গিয়েও পিছিয়ে যান তারা। এসির দাম এবং বিদ্যুতের খরচের কথা চিন্তা করলে এসি কেনা স্বপ্নই থেকে যায়। আজকের প্রতিবেদনে স্বল্প দামে কম বিদ্যুৎ খরচ করে এমন এসির সন্ধান দেওয়া হবে।

Advertisements

যদি আপনি সাশ্রয়ী মূল্যের এয়ার কন্ডিশনার চান (AC Machine) তাহলে এই কয়েকটি বিশেষ মডেল আপনার জন্য একেবারেই উপযুক্ত। এই মডেলগুলোতে আপনারা পেয়ে যাবেন অত্যাধুনিক ফিচার্স এবং উন্নত প্রযুক্তি। এই AC-গুলি আপনার বাড়িতে ব্যবহারের জন্য একেবারেই উপযুক্ত। সবথেকে সস্তায় এবং কম বিদ্যুৎ খরচ করে LG, Panasonic-সহ নামীদামী ব্র্যান্ডের এই এসিগুলো।

Advertisements
Panasonic 1.5 Ton 3 Star Wi-Fi Inverter Smart Split AC

এই এসিটি (AC Machine) প্যানসনিকের হেভি ডিউটি এয়ার কন্ডিশনার দেড় টনের, খুব সহজেই ছোট থেকে মাঝারি যেকোনো আকারের ঘরের জন্য একেবারে উপযুক্ত। এতে উচ্চতর শীতলতার জন্য ১০০ শতাংশ কপার কনডেন্সার কয়েল রয়েছে। ৭ ইন ১ কনভার্টেবল মোড রয়েছে এবং ঘরের তাপমাত্রা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যাবে। স্টেবিলাইজার ফ্রি অপারেশন এই এয়ার কন্ডিশনারকে ভোল্টেজের ওঠানামা থেকে সুরক্ষিত রাখে। ভারতীয় মার্কেটে এটি একটি আদর্শ এয়ার কন্ডিশন। এর দাম পড়বে ৪১,০৫২ টাকা।

Advertisements
LG 1 Ton 4 Star DUAL Inverter Split AC

তালিকায় রয়েছে এলজির এই ১ টন ইনভার্টার প্রযুক্তির এসি (AC Machine) । তাপমাত্রার সামঞ্জস্য নিয়ন্ত্রণ করা যাবে এই মেশিনটির মাধ্যমে। এর এইচডি ফিল্টার ইনডোর কোয়ালিটি ভালো রাখে এবং এটি একটি ইনভার্টার কম্প্রেসার দিয়ে তৈরি। এই এসির দাম পড়বে ৩৬,৩৯৮ টাকা।

আরো পড়ুন: লোভনীয় ডিসকাউন্ট নিয়ে হাজির নিশান ম্যাগনাইট, ভিড় বাড়ছে ক্রেতাদের

Carrier 1 Ton 3 Star AI Flexicool Inverter Split AC

কেরিয়ার কোম্পানির এই এসিটি (AC Machine) ৬ ইন ১ কনভার্টেবল মোডের সঙ্গে তৈরি। আপনি আপনার প্রয়োজন অনুসারী তাপমাত্রা সামঞ্জস্য করতে পারবেন। বাড়িতে ব্যবহারের জন্য একেবারে উপযুক্ত, যেমন টেকসই তেমনি বিদ্যুৎ সাশ্রয় করে। ছোট ঘর কিংবা অফিসের জন্য এই এক টনের এসি খুবই ভালো। এর দাম ৩৩,৩১০ টাকা।

Daikin 0.8 Ton 3 Star, Fixed Speed Split AC

ডাইকিন ভারতীয় মার্কেটে একটি স্বনামধন্য কোম্পানি। এর 0.8 টন এসি ছোট ঘর এবং অফিসের জন্য আদর্শ। এই AC ১০০ শতাংশ কপার কয়েল দিয়ে তৈরি। রক্ষণাবেক্ষণে খরচ কম এবং বেশি শীতলতা প্রদান করে। এতে রয়েছে PM 2.5 ফিল্টার যা পরিষ্কার বাতাসের গুণমান রক্ষার জন্য সূক্ষ্ম কণাকে আটকে রাখে। এই এসির পাওয়ার চিল মোড দ্রুত শীতল করে দেয় ঘরকে। এই AC-র দাম পড়বে ৩০,৪০০ টাকা।

Advertisements