Rail Station in India: বিদেশে যেতে গেলে প্রয়োজন হয় পাসপোর্ট এবং ভিসার এই বিষয়ে সকলেরই ধারণা আছে। তবে কখনোই নিজের দেশের মধ্যে যেতে গেলে পাসপোর্ট এর প্রয়োজন পড়ে না। আপনি কি জানেন ভারতের মধ্যে এমন একটি স্টেশন রয়েছে যেখানে যেতে গেলে দরকার পড়ে পাসপোর্ট ভিসার। অবিশ্বাস্য মনে হলেও এটা সত্যি। দেশের কোথায় অবস্থিত এই অদ্ভুত স্টেশন যেখানে যেতে গেলে পাসপোর্ট ও ভিসা দুটোই লাগবে?
অদ্ভুত এই স্টেশনটির নাম (Rail Station in India) হল আটারি শ্যাম সিং। দেশের মধ্যে এটি একমাত্র স্টেশন যেখানে যেতে গেলে দরকার পড়ে পাসপোর্ট-ভিসার। এটি পাঞ্জাবে অবস্থিত। কেন এই স্টেশনটিতে যেতে গেলে পাসপোর্ট ও ভিসার প্রয়োজন হয় জানেন কি তা? এই স্টেশনটি ভারত-পাকিস্তান সীমান্তের একদম পাশে অবস্থিত। অমৃতসর-লাহোর লাইনে এটিই ভারতের শেষ স্টেশন।
কোন এক সময় ভারত-পাকিস্তানের মধ্যে সমঝোতা এক্সপ্রেস ট্রেন চলত, সেই সময় পাঞ্জাবে অবস্থিত এই আটারি স্টেশন (Rail Station in India) থেকেই সমঝোতা এক্সপ্রেসের যাত্রা শুরু হতো। আটারি স্টেশন থেকে ট্রেনে ওঠার আগে ভারতীয় পাসপোর্ট ও ভিসা দেখাতে হত। একই নিয়ম ছিল প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের যাত্রীদের ক্ষেত্রেও। তখনও যাত্রীদের পাসপোর্ট ও ভিসা বৈধ রয়েছে কি না, সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হতো। কেন বন্ধ হয়ে গেল দুই দেশের মধ্যে চালু হওয়া এই সমঝোতা এক্সপ্রেস?
আরো পড়ুন: রেলের বোর্ডে লেখা সাংকেতিক শব্দগুলোর অর্থ কি, জানেন না অনেকেই
বিশেষত কূটনৈতিক কারণেই ভারত এবং পাকিস্তানের মধ্যে চালু হওয়া সমঝোতা এক্সপ্রেস বন্ধ হয়ে গেছে।। এখনও স্টেশনটি (Rail Station in India) বর্তমান এবং ২৪/৭ সেখানে কড়া নিরাপত্তা থাকে। সশস্ত্র বাহিনীর পাহারার পাশাপাশি সিসিটিভিতে মোড়া এই স্টেশন। ভারতের মধ্যে অবস্থিত এই স্টেশন মনে করিয়ে দেয় পুরনো স্মৃতি।
পাঞ্জাবের এই স্টেশনটি কিন্তু ভারত-পাকিস্তান ওয়াগা আন্তর্জাতিক সীমান্তেরও খুব কাছে অবস্থিত। বর্তমানে বহু পর্যটক এইখানে ভ্রমণের জন্য যান। যখন কোন পর্যটক এই আটারি স্টেশনে ঘুরতে যান, তাকে সমস্ত রকম চেকিং প্রক্রিয়ার মাধ্যমেই ঢুকতে দেওয়া হয়। দেশের ভ্রমণমূলক স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। এই স্টেশন থেকে বর্তমানে কোনও যাত্রীকেও উঠতে দেওয়া হয় না।