Bangladeshi Ilish: ভারতকে ইলিশ দিয়ে কত টাকা পাবে বাংলাদেশ?

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাজার টালবাহানার পর অবশেষে গত সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে ইলিশ দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বাংলাদেশের সরকার ৩ হাজার টন ইলিশ ভারতকে দেবে বলে জানিয়েছে। প্রথম দিকে বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের তরফ থেকে ভারত তথা বিশ্বের কোন দেশকেই পদ্মার ইলিশ (Bangladeshi Ilish) রপ্তানি করা হবে না বলে জানানো হলেও শেষমেষ নিজেদের সিদ্ধান্ত থেকে সরতে হয় সরকারকে।

Advertisements

বাংলাদেশ তাদের নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসার পিছনে অবশ্য অন্য কোন কারণ নয়, নিজেদের দেশের স্বার্থ লুকিয়ে রয়েছে। এমনিতেই দেশের অভাব অনটন মেটানোর জন্য ভারত থেকে প্রচুর পরিমাণে ডিম, পেঁয়াজ ইত্যাদি তারা আমদানি করে চলেছে। আর প্রচুর পরিমাণে ইলিশ রপ্তানি করার পিছনে রয়েছে নিজেদের দেশের অর্থ ভান্ডারে ডলারের পরিমাণ বৃদ্ধি করা।

Advertisements

বাংলাদেশে গত কয়েক মাস ধরে অস্থির পরিস্থিতি চলার কারণে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা নিয়ে কোনো দ্বিমত নেই। এর পাশাপাশি গোদের ওপর বিষফোঁড়া হয়ে দক্ষিণ বাংলাদেশ কয়েকদিন আগেই বন্যায় রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ে। এখন অনেকেই ভারতকে বাংলাদেশের ইলিশ রপ্তানিতে বাধা দেওয়ার চেষ্টা করলেও ওই দেশের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তাদের অর্থ ভান্ডারে ডলারের টানকে উল্লেখ করে নিজেদের স্বার্থে ইলিশ ভারতকে দিচ্ছেন বলে জানিয়েছেন।

Advertisements

আরও পড়ুন : Bangladeshi Ilish: উপহার, টুপহার সব ভাঁওতা, হাতে টাকা কম, নিজেদের স্বার্থেই ভারতকে ইলিশ দিচ্ছে বাংলাদেশ

ভারতকে ইলিশ রপ্তানি করে এইবার বাংলাদেশ কত ডলার পাবে তা সময় বলবে। তবে গত বছর ওজনের ওপর ভিত্তি করে প্রতি কেজি ইলিশের পিছনে বাংলাদেশ কোনটিতে পেয়েছিল ১০ ডলার, আবার কোনোটিতে পেয়েছিল ৬ থেকে ৮ ডলার। এক্ষেত্রে ভারতীয় মুদ্রায় কোনটির দাম গত বছর পাওয়া গিয়েছিল প্রায় ৮৩৬ টাকা কেজি, আবার কোন কোনটির ক্ষেত্রে ৫০০ টাকা থেকে ৬৭০ টাকা কেজি। যদি একই দর থেকে থাকে তাহলে বাংলাদেশী টাকায় তারা কোন কোনটির পিছনে প্রতি কেজিতে পাবে প্রায় ১১৯৫ টাকা আবার কোন কোনটিতে পাবে ৭২০ টাকা থেকে ৯৫০ টাকা।

এই বছর বাংলাদেশ সরকার যে পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সেই অনুযায়ী পুরো ইলিশ ভারত সরকার যদি আমদানি করে তাহলে লক্ষ লক্ষ কোটি মার্কিন ডলার বাংলাদেশের অর্থ ভান্ডারে প্রবেশ করবে। তবে বাংলাদেশ সরকার প্রত্যেক বছর যত পরিমাণ ইলিশ রপ্তানির অনুমোদন দেয় ততটা ভারত সরকার সাধারণত আমদানি করে না। নিজেদের প্রয়োজন অনুযায়ী আমদানি করে থাকে।

Advertisements